Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মতলবে ৩ আসামী গ্রেফতার

মতলব(চাঁদপুর)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৩০ পিএম

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ ৩ আসামী গ্রেফতার করেছে। আজ শুক্রবার উপজেলার বিভিন্ন জায়গায় থেকে তাদের গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, অদ্য শুক্রবার (১৮ফেব্রুয়ারি।) মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক ০১ বছর সশ্রম কারাদন্ড সহ ২০০০/-টাকা অর্থ দন্ড সাজাপ্রাপ্ত ০১ জন, জিআর গ্রেফতারী পরোয়ানা মূলে ০১ জন এবং সিআর গ্রেফতারী পরোয়ানা মূলে ০১ আসামী গ্রেফতার করা হয়েছে ।

মতলব উত্তর অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালের দিক নির্দেশনা মোতাবেক অত্র থানায় কর্মরত এসআই আবদুল আউয়াল সঙ্গীয় অফিসার ফোর্সের সহযোগীতায় জিআর- ১১০/১৭(মতলব উত্তর), মতলব উত্তর থানার মামলা নং-১২, তারিখ-২০/০৯/১৭, ধারা-১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯(১) এর ৭(ক) এর ০১ বছর সশ্রম কারাদন্ড সহ ২০০০/-টাকা অর্থ দন্ড সাজাপ্রাপ্ত ০১ জন আসামী মোঃ জাহিদুল ইসলাম, পিতা-মৃত ইদ্রিস আলী ফকির, সাং-বাড়ীভাঙ্গা , থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুর সহ এএসআই/মোঃ মাসুদ রানা সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় জিআর- ১৩৪/১৬(মতলব উত্তর), মতলব উত্তর থানার মামলা নং-১১(১১)১৬, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী মোঃ ফারুক হোসেন (৩৫), পিতা- মৃত আরশাদ আলী, মাতা-সুফিয়া বেগম, সাং-রায়পুর ইসলামাবাদ, , সরকার বাড়ী, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুর এবং এএসআই/জামাল উল্লাহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগীতায় সিআর- ২৩/২০২২, (মতলব উত্তর), ধারা- যৌতুক নিরোধ আইনের ৩ ধারা এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী মাসুদ রানা, পিতা-মোঃ বিল্লাল হোসেন, সাং-জঙ্গল ইসলামাবাদ, রাঢ়ী বাড়ী, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরদের কে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালাতে সোপর্দ করা হয়।

মতলব উত্তর অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল জানান সাজাপ্রাপ্ত,গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী, মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের আটক করার জন্য অভিযান চলছে। অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ