Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নারীবান্ধব পাবলিক টয়লেট

| প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২২, ৮:৫২ এএম

পুরুষের পাশাপাশি কর্মজীবী নারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পুরুষের সমান সংখ্যক হতে না পারলেও এদেশে কর্মক্ষেত্রে নারী কর্মীর সংখ্যা মোটেও কম নয়। প্রায় প্রতিটি সরকারি, বেসরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নারীদের বিচরণ রয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা বা বিভাগীয় প্রতিষ্ঠানসমূহে নারীরা বিপুল উৎসাহ ও উদ্দীপনায় কাজ করে চলেছে। কিন্তু কর্মক্ষেত্রে, শপিংমল কিংবা বিনোদন কেন্দ্রগুলোতে নারীবান্ধব পাবলিক টয়লেটের অভাব এখনো বিদ্যমান। ঢাকা শহরে পাবলিক টয়লেটের অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। যদিও তা সংখ্যায় কম। সংখ্যাটা বাড়ানো উচিত। তবে সিংহভাগ পাবলিক টয়লেট নারীবান্ধব নয়। পুরুষদের টয়লেটের সাথেই নারীদের টয়লেট বানানো হয়। যা দৃষ্টিকটু। তাই নারীদের সামাজিক নিরাপত্তা ও সম্মানার্থে নারীবান্ধব আলাদা পাবলিক টয়লেট স্থাপন করা হোক।

ইমরান খান রাজ
শিক্ষার্থী, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন