মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যে কোনও মুহূর্তে রাশিয়া হামলা করতে পারে ইউক্রেনে! আবারও এমনটাই দাবি করেছে আমেরিকা। এবার মস্কোর বিরুদ্ধে বিশ্বনেতাদের একজোট করতে উদ্যোগী আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। মিউনিখ কনফারেন্সে বিশ্বনেতাদের সঙ্গে এই মর্মে সাক্ষাৎ করবেন বাইডেন এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিশ। পুতিন যদি ইউক্রেন নিয়ে আগ্রাসন দেখায় সেক্ষেত্রে তা দমন করার জন্য বিশ্বের অন্যান্য দেশগুলিকে এক হওয়ার দরবার করতে পারেন বাইডেন।
হোয়াইট হাউস দাবি করছে, ইউক্রেনে যে কোনও সময় হামলা চালাতে পারে রুশ সেনা। কিন্তু, রাশিয়া জানিয়েছে, ক্রিমিয়াতে সামরিক মহড়া শেষ হয়েছে। আপাতত সংশ্লিষ্ট এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে রুশ সেনা। বুধবার মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়, দক্ষিণ অংশের জেলার সেনা ইউনিট কৌশলগত অনুশীলন সম্পন্ন করেছে। স্যাটেলাইট ইমেজের তথ্য অনুযায়ী, ক্রিমিয়া থেকে ট্যাংক, কামান এবং সেনাদের গাড়ি প্রত্যাহারের কাজ শুরু করেছে পুতিনের দেশ।
মঙ্গলবার মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, দক্ষিণ এবং পশ্চিম অংশ মোতায়েন থাকা সেনা দেশে প্রত্যাবর্তন করবে। রেল ও সড়কপথে রুশ সেনা দেশে ফিরেছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, মস্কো এবং ওয়াশিংটনের নির্দেশে সীমন্তে দুই দেশের সেনা একে অপরের দিকে এগোচ্ছিল বলে জানা যাচ্ছিল। ফলে ফের যুদ্ধের বাতাবরণ তৈরি হয়েছিল। আমেরিকার তরফে বারবার দাবি করা হচ্ছে, যে কোনও সময় রাশিয়া ইউক্রেনের উপর হামলা করতে পারে। আরও একটি যুদ্ধ হলে তার ফলাফল মারাত্মক হতে পারে বলে দাবি করেছিলেন বাইডেন।
এরই মধ্যে কৌশল ও মত বদল করেছেন পুতিন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী দিমিত্র কুলেবার কথায়, ''ইউক্রেন এবং সহযোগী রাষ্ট্রগুলি রাশিয়াকে ঠেকাতে সক্ষম হয়েছে। কিন্তু, আমাদের একটা নীতি রয়েছে। যা শুনছি তা বিশ্বাস করব না। চোখে দেখে তবেই বিশ্বাস করব। আগে চোখে দেখি সত্যি সত্যিই সেনা সরিয়ে নেওয়া হচ্ছে। তবেই তা মেনে নেব।''
উল্লেখ্য, ইউক্রেনের উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই ভারতীয় নাগরিক বিশেষত পড়ুয়াদের সেই দেশ ছাড়ার কথা জানিয়েছে ভারতীয় দূতাবাস। শুধু ভারত নয়, বাংলাদেশ সহ একাধিক দেশ একই পদক্ষেপ করেছে। কার্যত উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে ইউক্রেন নিয়ে। এরই মধ্যে হোয়াইট হাউসের এই বক্তব্য নতুন করে চিন্তা বাড়াচ্ছে। সূত্র: রয়টার্স, এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।