মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের হিজাব বিতর্ক ও মুসলিমদের ওপর নির্যাতনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে গত সোমবার বিবৃতি দেয় অর্গানাইজেশন অব মুসলিম কো অপারেশন (ওআইসি)। গতকাল বুধবার বিবৃতির তীব্র সমালোচনা করেছে ভারতে ক্ষমতাসীন বিজেপি সরকার।
গত সোমবার এক টুইটে ওআইসির পক্ষে সংস্থাটির জেনারেল সেক্রেটারি ইবরাহিম তাহির বিষয়টি নিয়ে উদ্বেগ জানান। টুইটারে উত্তরাখন্ডের হরিদ্বারে উগ্র ‘হিন্দুত্ববাদীদের দ্বারা মুসলিম গণহত্যা’, সামাজিক যোগাযোগমাধ্যমে মুসলিম নারীদের হয়রানি এবং কর্নাটকে মুসলিম মেয়েদের হিজাব পরিধানে বাধাদানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, ‘ভারতে মুসলিমদের লক্ষ্যবস্তু বানাতে ধারাবাহিক হামলা, বিভিন্ন রাজ্যে মুসলিমবিরোধী আইন প্রণয়নের সাম্প্রতিক প্রবণতা এবং মুসলিমদের ওপর সহিংসতা বৃদ্ধির ঘটনা ভারতে ইসলামভীতি বৃদ্ধির আলামত।’
সংস্থাটির জেনারেল সেক্রেটারি আন্তর্জাতিক মহল বিশেষ করে জাতিসংঘ এবং মানবাধিকার কাউন্সিলের কাছে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তিনি ভারত সরকারের প্রতি মুসলিম জনগোষ্ঠীকে নিরাপত্তা প্রদানের প্রতি জোর দিতে আহ্বান জানান এবং ঘৃণা বিদ্বেষ ছড়ানো ব্যক্তিদের আইনের আওতায় আনতে বলেন। পাশাপাশি কর্নাটকে হিজাব বিতর্কে তাদের প্রতিক্রিয়া জানিয়ে ওআইসি বিবৃতিতে বলেছে, হিন্দুত্ববাদীদের আক্রমণে এমনকি মুসলিমদের ইবাদতস্থলও বিপন্ন হচ্ছে। হিজাব পরার অধিকারকে মুসলিম নারীর সহজাত অধিকার বলে বর্ণনা করে ওআইসি বলেছে, এ অধিকারেও হিন্দুত্ববাদীরা হস্তক্ষেপ করছে।
এর পরেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী মঙ্গলবার সাংবাদিক সম্মেলন ডেকে এ বিষয়ে বলেন, ‘ওআইসির দাবি শুধু মিথ্যা নয়, দুর্ভাগ্যজনকও। কারণ, ভারতে মুসলিম ও হিন্দুদের বিরুদ্ধে কোনো বিরোধ নেই। হিন্দুত্ববাদ কোনো সময় মুসলিমদের স্বাধিকারে বাধা দেয়নি। কারণ ভারত ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে।’ তিনি ওআইসি’র বিবৃতির পেছনে পাকিস্তানের ভূমিকা থাকার ইঙ্গিত দিয়ে বলেন, ‘হিজাব বিতর্ক নিয়ে পাকিস্তান ও মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য ভারতের কাছে গ্রহণযোগ্য নয়। ওআইসি ভারতীয় মুসলিমদের তাতিয়ে ভারতে একটি বিরোধের বাতাবরণ তৈরির চেষ্টা করছে।’
সম্প্রতি ওআইসি কর্ণাটকে মুসলিম ছাত্রদের হিজাব পরায় বাধা আসার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছিল। ওআইসি জেনারেল সেক্রেটারিয়েট ভারতকে তার নাগরিকদের জীবনযাত্রার সুরক্ষার সঙ্গেই মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা এবং উন্নয়ন নিশ্চিত করার জন্য এবং তাদের বিরুদ্ধে সহিংসতা ও ঘৃণামূলক অপরাধের উসকানিদাতা এবং অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। ওআইসি’র অন্যতম সদস্য পাকিস্তান কর্ণাটকের হিজাব বিরোধিতার সমালোচনা করেছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বিষয়টিকে একটি বিশেষ ধর্মের মানুষকে ক্ষমতাশীল বানানোর প্রচেষ্টা বলে অভিহিত করেছেন। সূত্র : টিওআই, হিন্দুস্থান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।