Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

বগুড়ায় টিনেজ কিশোরের ত্রিভুজ প্রেমের বিরোধে খুন, ঘাতক গ্রেফতার

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২২, ২:৪৯ পিএম

বগুড়ায় ২ টিনেজ কিশোর ও ১ কিশোরীর ত্রিভুজ প্রেমের জেরে খুন হয়েছে মিরাজ (২০ ) নামের ১ তরুন। ঘটনার পর পুলিশ ৩ জনকে
গ্রেফতার ও হত্যাকান্ডে ব্যবহ্যত ছুরি ও রক্তমাখা ১ টি জ্যাকেট জব্দ করেছে।
মঙ্গলবার সন্ধ্যায় বগুড়ার পৌরপার্কে ছুরিকাঘাত করা হয় মিরাজকে।
বুধবার দুপুরে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার এক সংবাদ সম্মেলনে জানান, মিরাজ হত্যায় সরাসরি জড়িত ৩ জনকে গ্রেফতার করা
হয়েছে। হত্যাকান্ডে ব্যবহ্যত ছুরি ও ১ টি রক্তমাখা জ্যাকেট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত ৩ জনের মধ্যে মিঠুন (২৮) ও তারেক রহমান (১৮) এর নাম জানান পুলিশ সুপার।
তবে আরেকজন অপ্রাপ্ত বয়ষ্ক হওয়ায় তার নাম
জানাননি তিনি।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, নিহত মিরাজের সাথে তার কিশোরী প্রেমিকা নতুন করে আরেকজনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে
তুললে সৃষ্টি হয় ত্রিভুজ জটিলতা।
এর রেশ ধরে কিছুদিন ধরেই মিরাজকে হুমকি
দেওয়া হচ্ছিল। মিরাজ ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য হওয়ায় সে বিষয়টি নেতাদের জানিয়ে রাখেন।
মঙ্গলবার কিশোরীর নতুন প্রেমিক সোনাতলা থেকে ফোন করে মিরাজকে বিকেলে পৌরপার্কে
আসতে বলে। কারন হিসেবে সে বিষয়টির মিমাংসা করা হবে বলে উল্লেখ করে।
ফলে সরল বিশ্বাসে মিরাজ পৌর পার্কে নাজমুল নামে তার এক বন্ধুকে সাথে নিয়ে যায়। তার প্রতিপক্ষ অবশ্য প্রস্ততি নিয়েই আসে।
ত্রিভুজ প্রেম নিয়ে কথাবার্তা বলার এক পর্যায়ে
প্রতিপক্ষ মিরাজ ও নাজমুলকে ছুরিকাঘাত করে চলে যায়।
লোকজন আহত দুজনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে গেলেও মারা যায়
মিরাজ। ঘটনার পরপরই পুলিশ তৎপর হয়ে অভিযানে নামে। রাতে গ্রেফতার হয় ৩ জন।
গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান পুলিশ সুপার।
এদিকে মঙ্গলবারই নিহত মিরাজের বড়ো ভাই আতাউর রহমান বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তিনি জানান, মিরাজকে পরিকল্পনা মাফিক হত্যা করা হয়েছে।
ঘাতক মিঠু ভাড়াটে খুনি হিসেবে কাজ করেছে।
নিহত মিরাজের বাড়ি বগুড়া শহরের বৃন্দাবনপাড়া এলাকায়। তার বাবা আব্দুর রহমান পুত্র হত্যার সাথে জড়িত সকলের দৃষ্টান্ত
মুলক শাস্তি দাবি করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

২৪ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ