বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
৮৭ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় বছর তিরিশের এক সাফাইকর্মীকে গ্রেফতার করল পুলিশ। ভারতের রাজধানী দিল্লির তিলকনগরের ঘটনা।
পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেলে মহিলার মেয়ে হাঁটতে বেরিয়েছিলেন। সেই সময় এক সাফাইকর্মী তাদের বাড়িতে ঢোকেন। সে সময় বাড়িতে একাই ছিলেন বৃদ্ধা। অচেনা এক ব্যক্তি হঠাৎ করে ঘরে ঢুকে পড়ায় তিনি ভয় পেয়ে যান। অনুপ্রবেশকারী ওই ব্যক্তিকে তিনি প্রশ্ন করেন, কে আপনি, কেন চুপিসারে ঘরে ঢুকেছেন?
বৃদ্ধার প্রশ্নের মুখে পড়ে সাফাইকর্মী পাল্টা উত্তর দেন, তিনি একটি গ্যাস সংস্থার কর্মী। তাকে এই বাড়িতে কাজের জন্য ডাকা হয়েছিল। বৃদ্ধার একটু সন্দেহ হয়। কেননা তিনি এবং তার মেয়ে কেউই কোনও গ্যাস সংস্থাকে ফোন করেননি। বৃদ্ধা যে তাকে সন্দেহ করছেন এটা আন্দাজ করতে পেরেছিলেন সাফাইকর্মী। এর পরই বৃদ্ধার উপর চড়াও হন তিনি। অভিযোগ, বৃদ্ধাকে প্রথমে মারধর করেন, তার পর তাকে ধর্ষণ করে বাড়ি ছেড়ে পালিয়ে যান সাফাইকর্মী।
এই ঘটনার পরই এলাকায় শোরগোল পড়ে যায়। পুলিশে অভিযোগ দায়ের করতে যান বৃদ্ধার মেয়ে। কিন্তু তাদের অভিযোগ পুলিশ নিতে চায়নি বলে দাবি মহিলার। যদিও পরে অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে সাফাইকর্মীর বিষয়টি পুলিশ জানতে পারে। পাশের এলাকাতেই সাফাইয়ের কাজ করতেন তিনি। পুলিশের বিশেষ দল ফাঁদ পেতে ওই সাফাইকর্মীকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে ধর্ষণ, হামলা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সূত্র: ইন্ডিয়া টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।