বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে বিপুল সংখ্যক জাল রেভিনিউ স্ট্যাম্প, বাংলাদেশ কোর্ট ফি এবং জাল ডাকটিকিটসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- ফেনী জেলার সোনাগাজী থানার মঙ্গলকান্দির আব্দুল মান্নানের ছেলে সাখাওয়াত হোসেন বেলাল (৪২), সন্দ্বীপ থানার পৌর হাড়ামিয়ার মো. ওবায়দুল হকের ছেলে মাকসুদুর রহমান রাসেল (৩৬), মীরসরাই থানার তিন ঘরিয়াটোলার আবুল হাসেমের ছেলে আরব হোসেন (৩২) ও মনোহরগঞ্জ থানার রাইশগাঁও কাজী বাড়ির মৃত সেলিম মিয়ার ছেলে মো. মোশারফ হোসেন শরীফ (১৯)। সোমবার ডবলমুরিং থানার বাদামতলী ও আগ্রাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাদামতলী ও আগ্রাবাদ এলাকার নর্থ সাউথ ট্রেড ইন্টারন্যাশনাল এবং সেলিম ইন্টারপ্রাইজ নামের দুটি দোকানে অভিযানে যায় র্যাব। এ সময় দোকনের ভেতর বাংলাদেশ সরকার মুদ্রিত বিভিন্ন টাকা মূল্যমানের জাল রেভিনিউ স্ট্যাম্প, জাল বাংলাদেশ কোর্ট ফি ও জাল ডাক টিকিটসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।