পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
চারদিকে নিঃস্তব্ধ পরিবেশ। হঠাৎ একদল কুকুর ঘেউ ঘেউ শব্দে পরস্পরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার দৃশ্য। শুরু হলো আশপাশের মানুষের মধ্যে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করা চেষ্টা। এই চিত্র কোন গ্রাম এলাকার নয়, খোদ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের। ক্যাম্পাসে বিভিন্ন স্থানে অনেক বেওয়ারিশ কুকুর আছে। এই কুকুরগুলো প্রায় সময় শিক্ষক-শিক্ষার্থীদের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করে। সম্প্রতি কিছু শিক্ষার্থীকে কামড়ে দেয়ার মতো ঘটনাও ঘটেছে। এই বেওয়ারিশ কুকুরগুলোর বেশি উপস্থিতি রয়েছে কবি জসীমউদ্দিন হল সংলগ্ন এলাকায়। দুঃখজনক হলেও সত্য, কর্তৃপক্ষের নজরদারির অভাবে ক্যাম্পাসে কুকুরের সংখ্যা বেড়েই চলেছে। এমতাবস্থায় ক্যাম্পাসে বেওয়ারিশ কুকুরের লাগাম টেনে ধরা জরুরি। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ক্যাম্পাসে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ করার জোর দাবি জানাচ্ছি।
রাসেল মিয়া
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।
মাতৃভাষার শুদ্ধ চর্চা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।