Inqilab Logo

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বরিসকেও প্রশ্নপত্র পাঠিয়েছে পুলিশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ১২:১০ এএম

‘পার্টিগেট’ কেলেঙ্কারি নিয়ে লন্ডনের মেট্রোপলিটন পুলিশের পাঠানো তদন্তের প্রশ্নপত্র পেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও। লকডাউনের সময় করোনার বিধি ভেঙে ডাউনিং স্ট্রিট ও হোয়াইটহলে পার্টি করার অভিযোগ তদন্ত করতে ৫০ জনের বেশি ব্যক্তিকে এই প্রশ্নপত্র পাঠানোর কথা। প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নম্বর ডাউনিং স্ট্রিট বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, পুলিশ বরিস জনসনের সঙ্গে যোগাযোগ করেছে। প্রধানমন্ত্রী বলেছেন, তিনি ‘প্রয়োজন অনুযায়ী উত্তর’ দেবেন। ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্টদের প্রশ্নপত্রগুলো পাঠিয়েছে পুলিশ। মেট্রোপলিটন পুলিশ বলেছে, প্রশ্নপত্রে জিজ্ঞেস করা হবে, পার্টির সময় কী হয়েছিল। সবাইকে অবশ্যই সত্যি কথা জানানোর তাগিদ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছিল, সাত দিনের মধ্যে তাদের পাঠানো প্রশ্নপত্রের জবাব দিতে হবে। চিঠি পাওয়া ব্যক্তিদের অনুষ্ঠানে অংশগ্রহণের ব্যাখ্যা ও জবাবদিহিতা করতে হবে। তবে যোগাযোগ করার মানে এই না যে, জরিমানা করাই হবে, বলছে মেট্রোপলিটন পুলিশ। করোনালকডাউনের সময় সারা দেশের মানুষ যখন নিয়ম মেনে ঘরে বন্দি তখন পার্টি করার অভিযোগ উঠলে চাপে পড়েন প্রধানমন্ত্রী বরিস জনসন। বেশ কয়েকজন সংসদ সদস্য তার নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে পদত্যাগের আহŸান জানিয়েছেন। এর আগে বরিস জনসন বলেছিলেন, পুলিশি তদন্ত শেষ হওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন তিনি। এছাড়া পার্টি করার জন্য ক্ষমাও চান। ধারণা করা হচ্ছিল, ই-মেইল পাওয়া ব্যক্তিদের মধ্যে বরিস জনসন ও তার স্ত্রী ক্যারিও রয়েছেন। তবে ক্যারি ই-মেইল পেয়েছেন কি না, তা নিশ্চিত করেনি ডাউনিং স্ট্রিট। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ