Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সমগ্র সিরিয়া ফের নিয়ন্ত্রণে নেয়ার অঙ্গীকার আসাদের

প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিদ্রোহীদের কবলমুক্ত করে সমগ্র দেশকে নিজের নিয়ন্ত্রণে নেয়ার অঙ্গীকার করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। অনির্ধারিত এক সাক্ষাৎকারে বার্তা সংস্থাকে তিনি বলেন, আঞ্চলিক বিভিন্ন শক্তি লড়াইয়ে জড়িত থাকার কারণে বিদ্রোহীদের পরাজিত করতে কিছুটা সময় লাগবে। বিশ্বের বৃহৎ শক্তির দেশগুলো সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য সেখানে যুদ্ধবিরতি করার লক্ষ্য নিয়ে এগুচ্ছে, ঠিক এ সময়ে একথা ব্যক্ত করলেন বাশার আল আসাদ। যে কোনও রকম আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টা চলার মাঝেও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চলবে বলে জোর দিয়ে উল্লেখ করেন তিনি। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনার বলেছেন, প্রেসিডেন্ট আসাদ যদি মনে করে থাকেন তিনি সামরিক উপায়ে সিরিয়া সঙ্কটের সমাধান খুঁজে বের করবেন তবে তিনি বোকার স্বর্গে বাস করছেন। প্রেসিডেন্ট বাশার আল আসাদ দৃঢ়তার সাথে বলেন, সিরিয়ার সরকারি বাহিনী গোটা সিরিয়া বিদ্রোহীদের কাছ থেকে পুনরায় দখলে নেবে। তবে আঞ্চলিক শক্তিগুলো জড়িত থাকার কারণে ফল পেতে দীর্ঘ সময় লাগবে এবং এর জন্য অনেক মূল্যও দিতে হবে। সিরিয়া সরকার যুদ্ধাপরাধ করছে বলে সম্প্রতি জাতিসংঘ যে অভিযোগ করেছে তাও আসাদ নাকচ করেছেন। খবরে বলা হয়, তার সরকার যুদ্ধাপরাধের দায়ে দোষী বলে সম্প্রতি জাতিসংঘ যে অভিযোগ করেছে সেটিও নাকচ করে দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট। রাজধানী দামেস্ক থেকে দেয়া ওই সাক্ষাৎকারে তিনি শান্তি আলোচনার প্রতি সমর্থন ব্যক্ত করে বলেছেন, আলোচনার অর্থ কিন্তু এই নয় যে, আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই বন্ধ করে দেবো। এএফপি, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সমগ্র সিরিয়া ফের নিয়ন্ত্রণে নেয়ার অঙ্গীকার আসাদের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ