Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোর শিক্ষা বোর্ডে শতভাগ পাস ১১৬ কলেজ, শূন্যভাগ নেই

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ৫:৪০ পিএম

এইচএসসিতে যশোর শিক্ষা বোর্ডে এবার শতভাগ পাসের হারের প্রতিষ্ঠানের সংখ্যা অনেক বেড়েছে, আর শূন্যভাগ পাসের হার নেই একটি প্রতিষ্ঠানেও।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবছর (২০২১ সালের পরীক্ষা) শতভাগ পাস করেছে ১১৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে। ২০১৯ সালে এই সংখ্যা ছিল ১৮ এবং ১৮ সালে এই সংখ্যা ছিল ৩৮।
অন্যদিকে, শূন্যভাগ পাসের হারের লজ্জাজনক রেকর্ড নেই কোনো প্রতিষ্ঠানের। ১৯ সালেও এই সংখ্যা শূন্য ছিল। তবে ১৮ সালে এই সংখ্যা ছিল দু’টি।
যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, সব প্রতিষ্ঠানই আন্তরিক হওয়ায় শূন্যভাগ পাসের হারের প্রতিষ্ঠান নেই। বেড়েছে শতভাগ পাসের প্রতিষ্ঠানও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এইচএসসির ফল

১৩ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ