Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃষক বেশে হত্যা মামলার আসামি ধরলো পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ৩:১৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় কৃষক বেশে মোস্তফা (৪০) নামের এক হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ইসলামপুরের কাজিপাড়ার একটি ধানক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কৃষক ছদ্মবেশে হত্যা মামলার আসামি গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন ইসলাম তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক।

নাজমুল দৈনিক ইনকিলাবকে জানান, ইসলামপুরের কাজি পাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজন খুন হয়। এ নিয়েও চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করেন নিহতের পরিবার।

এ ঘটনায় হত্যার সাথে জড়িত থাকায় মোস্তফার ওয়েরন্ট হয়। তিনি দীর্ঘদিন থেকে পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বিশেষ পরিকল্পনা করে তাকে কাজিপাড়ার একটি ধান ক্ষেত থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, কৃষক বেশে আসামি ধরেছেন এ এসআই আতাউর রহমান। এছড়াও তার সাথে আরও তিনজন কনস্টেবল ছিলেন। তারা হলে নির্মল, রেজা, শাহীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ