পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সদ্য কারামুক্তি পেয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। শনিবার (১২ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।মজলিস নেতা আজিজুর রহমান হেলাল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার বিকেলে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে জালালুদ্দিনকে এ দায়িত্ব দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ। মাওলানা জালালুদ্দীন আহমদ দীর্ঘ ১০ মাস কারাবরণের পর গত ৩ ফেব্রুয়ারি জেল থেকে মুক্তি পান। বৈঠকে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, মুফতি শরাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।