Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

কুষ্টিয়ায় ৬ লাখ টাকার হেরোইনসহ ধরা খেল নারী

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২২, ৯:৪৯ পিএম

ছয় লাখ টাকা মূল্যের ১৫৪ গ্রাম হেরোইনসহ কুষ্টিয়ায় মোছা. পারুল বেগম (৪৫) নামে নারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের হাঁসদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

পারুল বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার চৈতন্যপুর গ্রামের তোহরুল ইসলামের স্ত্রী।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুষ্টিয়ার র‍্যাব-১২ এর স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এই তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদে শুক্রবার কুমারখালী হাঁসদিয়া গ্রামে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে ১৫৪ গ্রাম হেরোইনসহ মোছা. পারুল বেগমকে আটক করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নিতে জব্দ করা মাদকসহ পারুল বেগমকে কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ