Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে হিজাব পরিহিতা ছাত্রীদের হেনস্তা অত্যন্ত অমানবিক

বিভিন্ন সংগঠনের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৮ এএম

ভারতের কর্ণাটকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মুসলিম ছাত্রীদের হিজাবের ওপর বিধি-নিষেধের প্রতিবাদে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। ভারতে হিজাব পরিহিতা ছাত্রীদের হেনস্তার প্রতিবাদে দু’টি সংগঠন রাজপথে মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
খেলাফত মজলিস : খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, ভারতে হিজাব পরিহিতা ছাত্রীদের হেনস্তার ঘটনা অত্যন্ত অমানবিক। হিজাব পরিধান মুসলিম নারীদের ধর্মীয় অধিকার। ভারতের কর্ণাটকের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মুসলিম ছাত্রীদের হিজাবের ওপর যে বিধিনিষেধ প্রদান করেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাধা দিয়ে জুলুম নির্যাতন চালিয়ে মুসলমানদের ঈমানী চেতনাকে দাবিয়ে রাখা যাবে না। ভারতের বিভিন্ন প্রদেশসহ যেসব দেশে মুসলিম নারীদের হিজাব ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করেছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরার ভার্চুয়াল অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

গতকাল শুক্রবার সকালে আমীরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় জুম অ্যাপে অনুষ্ঠিত ভার্চুয়াল শুরা অধিবেশনে অন্যান্যের মধ্যে নায়েবে আমীর হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আবদুল বাছিত আজাদ, মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্মমহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, ডা. এ এ তাওসিফ, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, আলহাজ¦ আবু সালেহীন, মাওলানা শামসুজ্জামান চেীধুরী, ডা. শরীফ মোহাম্মদ মোসাদ্দেকসহ সারাদেশের শুরা সদস্যবৃন্দ সংযুক্ত ছিলেন।

ইসলামী মহিলা মজলিস ঢাকা মহানগর : ভারতে হিজাব পরিহিত শিক্ষার্থীদের হেনস্তার প্রতিবাদে ইসলামী মহিলা মজলিস ঢাকা মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীর উত্তরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে নেতৃবৃন্দ ভারতে মুসলিম নারীদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা জারির তীব্র প্রতিবাদ জানিয়ে তা’ প্রত্যাহারের জোর দাবি জানন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ : এদিকে ভারতের কর্ণাটক রাজ্যে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের সাথে সংহতি এবং হিজাব নিষিদ্ধের প্রতিবাদে বুধবার রাতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে টিএসসিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ভারতে হিজাবের অধিকার কেড়ে নেয়ার ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানিয়ে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম বলেন, ভারতের সেক্যুলার সংবিধান অনুযায়ী নিজস্ব ধর্মীয় বিধান পালন ও পোশাক পছন্দের বিষয়টি একজন মানুষের সাংবিধানিক অধিকার। কিন্তু কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ও মুসলিমবিদ্বেষ ছড়িয়ে দেয়ার জন্য কর্ণাটকের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের মতো সংবিধানবিরোধী নির্লজ্জ সিদ্ধান্ত নিয়েছে। এর জেরে ভারতে মুসলিমবিদ্বেষের ঘটনা ঘটেছে। কোথাও বাসে পাথর বৃষ্টি, কোথাও পুলিশের লাঠিচার্জের মতো ঘটনা ঘটেছে।

এতে কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ বলেন, ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হলে এর প্রভাব বাংলাদেশেও পড়ার সম্ভাবনা আছে। তাই, সরকারের উচিত এই ইস্যুতে কূটনৈতিক তৎপরতা জোরদার করে দেশের সম্প্রীতি রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিনের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম হুসাইন মৃধা, প্রশিক্ষণ সম্পাদক নূরুল বশর আজিজী, ঢাবি সহ-সভাপতি ইয়াসিন আরাফাতসহ কেন্দ্রীয়, ঢাবি ও শাখা নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ