Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রিডম কনভয়ে ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৮ এএম

ক্যানাডার কায়দায় ফ্রান্সেও ফ্রিডম কনভয় বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। ফ্রান্স জানিয়েছে কোনোভাবেই কনভয় নিয়ে প্যারিসে ঢোকা যাবে না। নিস থেকে বুধবারই ট্রাক এবং গাড়ির মিছিল নিয়ে প্যারিসের দিকে রওনা হয়েছিল ফ্রান্সের তথাকথিত ‘ফ্রিডম কনভয়’। কিন্তু বৃহস্পতিবার প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনোভাবেই ওই কনভয় নিয়ে প্যারিসে বা তার আশপাশে ঢোকা যাবে না। বস্তুত ১১ থেকে ১৪ তারিখ পর্যন্ত প্যারিসে কোনো রকম বিক্ষোভ আন্দোলন করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। ফ্রান্সের দেখাদেখি বেলজিয়ামও একই সিদ্ধান্ত নিয়েছে। ব্রাসেলসেও বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ব্রাসেলসেও যাওয়ার কথা ছিল ফ্রিডম কনভয়ের। এখনো যারা টিকা নেননি তাদের জন্য কঠোর নিয়ম করেছে ক্যানাডা সরকার। সেই নিয়মে টিকা না নেয়া ট্রাকচালকরা পড়েছেন বিপদে। নিয়ম অনুযায়ী পণ্য নিয়ে যুক্তরাষ্ট্রে গেলে টিকাণ্ডসনদ দেখাতে না পারলে তারা আর দেশে ফিরতে পারবেন না।এ নিয়মের শৃঙ্খল থেকে মুক্তি চায় তারা। তাই অটোয়ার রাস্তায় ট্রাকের পেছনে লাগানো হচ্ছে পোস্টার, যাতে লেখা ‘ফ্রিডম’। ঘটনার সূত্রপাত ক্যানাডায়। কোভিড নিষেধাজ্ঞার বিরুদ্ধে একদল মানুষ দীর্ঘদিন ধরেই ইউরোপ, অ্যামেরিকা এবং ক্যানাডায় আন্দোলন করছে। তাদের দাবি, টিকাকরণ বাধ্যতামূলক করা যাবে না। কোভিডের জন্য একাধিক নিষেধাজ্ঞা আরোপ করা যাবে না। মাস্ক পরা বাধ্যতামূলক করা যাবে না। ক্যানাডায় এই প্রতিবাদীরা প্রথম ফ্রিডম কনভয় বার করে। বড় বড় ট্রাক নিয়ে তারা প্রথমে রাজধানী কার্যত অবরুদ্ধ করে দেয়। এরপর তারা অ্যামেরিকা এবং ক্যানাডার সীমান্তও কার্যত অচল করে দিয়েছে। প্রচুর ট্রাক দাঁড়িয়ে আছে সেখানে। রয়টার্স, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ