Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার উড়ন্ত বিমানে নারীকে ধর্ষণের অভিযোগ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২২, ১১:৫৯ এএম

যুক্তরাজ্যগামী একটি বিমানে নারীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে লন্ডন পুলিশ। যুক্তরাষ্ট্রের নিউজার্সি থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরগামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ মামলার তদন্ত চলছে। খবর সিএনএনের।
গতকাল বুধবার লন্ডন মেট্রোপলিটন পুলিশ এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে পুলিশ বলেছে, গত ৩১ জানুয়ারি সকালে হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি তাঁদের জানায়। এরপর কর্তব্যরত পুলিশ সদস্যরা বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গে ধর্ষণের অভিযোগে ওই ব্যক্তিকে (৪০) গ্রেপ্তার করে।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ আরো বলেছে, অভিযোগকারী নারীকে (৪০) বিশেষজ্ঞ কর্মকর্তারা সহযোগিতা করছেন এবং এ বিষয়ে তদন্ত চলছে।
ইউনাইটেড এয়ারলাইন্সের একজন মুখপাত্র বলেছেন, বিষয়টি অবগত হওয়ার পর বিমানের ক্রুরা ওই নারীর সহযোগিতায় এগিয়ে আসেন। এছাড়া সঙ্গে সঙ্গে অভিযোগের বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষকে অবহিত করা হয়। তিনি আরও বলেছেন, মামলা তদন্তে আইন প্রয়োগকারী সংস্থাকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
সংবাদ মাধ্যম সান জানায়, ভুক্তভোগী এবং অভিযুক্ত দুইজন বিমানের বিজনেস ক্লাসের যাত্রী ছিলেন। যখন ঘটনাটি ঘটে তখন অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। সূত্র: এবিবি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাজ্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ