Inqilab Logo

শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জার্মানিতে আইন কার্যকর না করার ঘোষণায় বিতর্ক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২২, ১১:৪১ এএম

জার্মান সংসদে আইন অনুমোদনের পরেও কোনো রাজ্যের সরকার সেই আইন প্রয়োগ করতে অস্বীকার করছে, এমন আইনি সংকট অত্যন্ত বিরল ঘটনা৷ কিন্তু বাভেরিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মার্কুস স্যোডার ঠিক এমনই বিতর্কিত ঘোষণা করে তুমুল বিতর্কের সূত্রপাত ঘটিয়েছেন৷

জানা গেছে, আগামী মাস থেকে জার্মানিতে হাসপাতাল ও বৃদ্ধাশ্রমে করোনা টিকা বাধ্যতামূলক হচ্ছে৷ তবে বাভেরিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী আচমকা বেঁকে বসায় তুমুল বিতর্ক দেখা যাচ্ছে৷ সবার জন্য টিকা বাধ্যতামূলক করার প্রশ্নেও বিভ্রান্তি বাড়ছে৷ স্যোডারের আশঙ্কা, এখনই এমন কড়া পদক্ষেপ নিলে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে আচমকা কর্মীর অভাব দেখা যাবে৷ রক্ষণশীল সিডিইউ দলের প্রধান ফ্রিডরিশ ম্যার্ৎসও একই যুক্তি দেখিয়ে আপাতত এই আইন কার্যকর না করার পক্ষে সওয়াল করেছেন৷ তাছাড়া সরকারের উদ্দেশ্যে এমন কড়া আইন প্রয়োগের খুঁটিনাটি বিষয় সম্পর্কে অস্পষ্টতা কাটানোর ডাক দিয়েছেন তিনি৷

জার্মানিতে এখনো সবার জন্য করোনা টিকা বাধ্যতামূলক করা সম্ভব না হলেও স্বাস্থ্য পরিষেবার একাংশের জন্য সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ ডিসেম্বর মাসে সংসদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ই মার্চ থেকে সেই আইন কার্যকর হচ্ছে৷ এর আওতায় বৃদ্ধাবাস ও হাসপাতালে কর্মরত মানুষ করোনা টিকা না নিলে আর কাজ করতে পারবেন না৷

জার্মানির জোট সরকারের অন্যতম শরিক উদারপন্থি এফডিপি দল প্রধান বিরোধী শিবিরের এমন অবস্থানের তুমুল সমালোচনা করেছে৷ দলের উপ সভাপতি ইয়োহানেস ফোগেল মনে করিয়ে দিয়েছেন, সিডিইউ ও বাভেরিয়ার সিএসইউ দলই নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানে করোনা টিকা বাধ্যতামূলক করার দাবিতে সোচ্চার হয়ে উঠেছিল৷ তারপর সংসদের উভয় কক্ষেই তারা আইনি খসড়ার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে৷ এখন আচমকা অবস্থান বদল করে ইউনিয়ন শিবির মোটেই আর নির্ভরযোগ্য সহযোগীর পরিচয় দিচ্ছে না বলে তিনি মন্তব্য করেন৷

জার্মানির স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটারবাখ মঙ্গলবার বলেন, বাভেরিয়ার মুখ্যমন্ত্রীকে জাতীয় আইন কার্যকর করতে বাধ্য করার কোনো প্রক্রিয়া নেই বটে, কিন্তু শেষ পর্যন্ত যুক্তি ও সুবুদ্ধির জয় হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ তার মতে, কোনো আইন অনুমোদন হবার পর সেটি সহজে প্রত্যাহার করা যায় না৷ এ ক্ষেত্রে বাভেরিয়া রাজ্য আপাতত স্বাস্থ্যকর্মীদের করোনা টিকা আছে কিনা, তা যাচাই না করলে সেখানকার প্রতিষ্ঠানগুলিও টিকা না নেওয়া কর্মীদের তালিকাও প্রস্তুত করবে না৷

স্বাস্থ্য খাতের প্রতিষ্ঠানগুলির মধ্যেও বিষয়টিকে ঘিরে অনিশ্চয়তা দেখা যাচ্ছে৷ রাজ্যগুলি ইচ্ছামতো টিকা সংক্রান্ত আইন প্রয়োগ করলে বিশাল বিভ্রান্তির আশঙ্কা করছে হাসপাতাল ও বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ৷ মুখ্যমন্ত্রীরা শেষ পর্যন্ত আলাপ আলোচনার মাধ্যমে একক নীতি কার্যকর করবে বলে এই ক্ষেত্র আশা প্রকাশ করেছে৷ সূত্র: ডিপিএ, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জার্মানি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ