মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এবার মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ। বুধবার (৯ ফেব্রুয়ারি) রাজপ্রাসাদ থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রাসাদ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, আগের রাতে মৃদু লক্ষণ দেখা দেওয়ায় বুধবার সকালে ৫৪ বছরের ফিলিপ করোনা পরীক্ষা করান এবং তাতে পজিটিভ আসে।
এতে বলা হয়েছে, মহামান্য রাজার সাধারণ শারীরিক অবস্থা ভালো এবং তিনি বাসভবন থেকে প্রাতিষ্ঠানিক কাজকর্ম করবেন। রাজা সাত দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকবেন।
প্রসঙ্গত, ২০২১ সালের মে মাসে করোনার টিকার প্রথম ডোজ পেয়েছিলেন রাজা ফিলিপ। দ্বিতীয় ডোজ তিনি কবে নিয়েছেন তা জানায়নি রাজপ্রাসাদ। রানি লেতিজিয়া ও তাদের সন্তান সোফিয়ার মধ্যে এখন সংক্রমণের লক্ষণ দেখা যায়নি। তারা তাদের স্বাভাবিক জীবনযাপন অব্যাহত রাখবেন। সূত্র : এএফপি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।