Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বে ৪০ কোটি ছুঁই ছুঁই করোনায় আক্রান্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০ কোটি ছুঁই ছুঁই। মোট মৃত্যু ছাড়িয়েছে ৫৭ কোটি। ২৪ ঘণ্টায় যদিও নতুন আক্রান্তের সংখ্যা আগের তুলনায় কমেছে। তবে একই সময়ে করোনায় মারা গেছেন প্রায় আট হাজার মানুষ। মঙ্গলবার সকালে বিশ্বজুড়ে করোনাভাইরাস শনাক্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ডওমিটারস থেকে এ তথ্য জানা যায়। ওয়ার্ডওমিটারস বলছে, করোনাভাইরাসে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৯ কোটি ৮০ লাখ ৯৩ হাজার ২২৪, মৃত্যু হয়েছে ৫৭ কোটি ৬৮ হাজার ৭৯৭ জনের। শেষ ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৬৬ হাজার ৫১৭ জন। এ সময়ে মারা গেছেন সাত হাজার ৯১৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় দেড় হাজার। এ সময় বিশ্বে নতুন করে সুস্থ হয়েছেন মোট এক লাখ ১১ হাজার ১৩জন। মেক্সিকোতে সব থেকে বেশি ২০৬ জনের মৃত্যু হয়েছে। এদিন জাপানে শনাক্ত ছিল সর্বোচ্চ। সেদেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৭০৮ জন। আক্রান্তের দিক দিয়ে শেষ ২৪ ঘণ্টায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। সেখানে আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ৭১৮ এবং মৃত্যুর সংখ্যা ৩৬। ওয়ার্ডওমিটারস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ