Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লিথুয়ানিয়ায় সেনা পাঠাচ্ছে জার্মানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

ইউক্রেন সীমান্তে আরো সেনা বাড়িয়েছে রাশিয়া। প্রত্যুত্তরে লিথুয়ানিয়ায় সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেশট রোববার একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাশিয়ার আগ্রাসন নিয়ে জার্মানি অত্যন্ত চিন্তিত। গত কিছুদিনে রাশিয়া ইউক্রেন সীমান্তে সেনার সংখ্যা আরো বাড়িয়েছে। সে কথা মাথায় রেখেই লিথুয়ানিয়ায় জার্মান সেনা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে লিথুয়ানিয়ার সঙ্গে আলোচনাও শুরু হয়েছে। তবে এই পরিস্থিতিতে ইউক্রেনকে অতিরিক্ত অস্ত্র দেওয়া হবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। অন্যদিকে রোববারই জার্মান চ্যান্সেলর ওয়াশিংটনে গিয়েছেন। লিথুয়ানিয়া একসময় সোভিয়েট ইউনিয়নের অন্তর্গত ছিল। সোভিয়েতের পতনের পর তা আলাদা দেশে পরিণত হয়। দীর্ঘদিন ধরেই জার্মানির একটি সেনা বেস আছে লিথুয়ানিয়ায়। বস্তুত জার্মানিই একমাত্র ন্যাটোর দেশ যাদের সেনা লিথুয়ানিয়ায় আছে। রাশিয়ার সীমান্তবর্তী লিথুয়ানিয়াতে অতিরিক্ত সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। এ বিষয়ে লিথুয়ানিয়ার সঙ্গে আলোচনাও শুরু হয়েছে। সব ঠিক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই জার্মান সেনা লিথুয়ানিয়ায় পৌঁছে যাবে। রয়টার্স, এএফপি, ডিপিএ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জার্মানি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ