Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় নিহতের সংখ্যা ২

সাতকানিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২২, ১:৩২ পিএম | আপডেট : ২:১৮ পিএম, ৭ ফেব্রুয়ারি, ২০২২

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে আরও ১ জন নিহত হয়েছে। তার নাম আব্দুশ শুক্কুর (৩৮) বাজালিয়া ইউনিয়নের ভোর বাজার বোর্ড অফিস কেন্দ্রে গুলিতে আব্দুশ শুক্কুর নিহত হয়। থানার এস আই মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সোমবার দুপুর আনুমানিক ১২টার সময় এ ঘটনা ঘটে। নিহত শুক্কুর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাপস কান্তি দত্ত এর পক্ষে কেন্দ্রীয় করছিল বলে দাবি করা হচ্ছে। কেরানীহাট মা-শিশু জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রাকিব উদ্দিন জানান, দুপুরের দিকে আবদুশ শুক্কুর নামের একজনকে গুরুতর আহত অবস্থায় কিছু লোকজন নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। শরীরের বেশ কিছু অংশে গুলির আঘাত রয়েছে। এর আগে সকাল সাড়ে ১১ টার দিকে নলুয়া ইউনিয়ন এর মরফলা বোর্ড অফিস কেন্দ্রে অতর্কিত হামলায় তাসিফ নামের এক কিশোর নিহত হয়েছিল এ নিয়ে সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় মৃতের সংখ্যা ২। আহত হয়েছে অন্তত ৩০ জন।



 

Show all comments
  • মোহাম্মদ দলিলুর রহমান ৭ ফেব্রুয়ারি, ২০২২, ৬:১৪ পিএম says : 0
    এই জানেয়ার নির্বাচন কমিশন এর অধীনে কতো মানুষ এর জীবন দিতে হয়েছে,এই জানেয়ার এর বিচার করতে হবে এবং সে যেন পালিয়ে না যেতে পারে জনগণ কে লক্ষ্য রাখতে হবে,এবং এই হত্যা কান্ড গুলি এক মাত্র দলীয় প্রতীক মার্কা দিয়ে করায় এই সমস্ত খুন,যারা এই দলীয় প্রতীক মার্কা নির্বাচন দিয়ে জনগণকে হত্যা করেছে,এদের বিচার ও জনগণ করবেন,এরাও যেহতু অন্য রাষ্ট্রে পালাইয়া না যেতে পারে জনগণ সে বেপারে দৃষ্টি রাখতে হবে,পরবতীর্তে এই সমস্ত অপকর্মের জন্য জনগণ বিচার করবেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত

২৯ ডিসেম্বর, ২০২২
২২ ডিসেম্বর, ২০২২
৭ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ