Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আছেন ভেন্টিলেটর সাপোর্টে!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

বিরান্নবই বসন্তের কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরকে গত ১১ জানুয়ারি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির আগেই তিনি কোভিডে আক্রান্ত ছিলেন। আর হাসপাতালে ভর্তির পর ধরা পড়ে নিউমোনিয়া।
লতার শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনে নেওয়া হয়। গতকাল শনিবার মুম্বাইয়ের ওই হাসপাতাল কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতির আবার অবনতি হয়েছে’। চিকিৎসক প্রতীত সমদানি গণমাধ্যমকে বলেন, ‘গায়িকার শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক। তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। আইসিইউতেই তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।’
কিছু দিন আগে গায়িকার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর চিকিৎসা হয়েছিল। তারপর থেকে তিনি একেবারে বাড়িতেই থাকতেন। বাড়িতে প্রাশই তাকে অক্সিজেন ব্যবহার করতে হয়। বেশ কিছু দিন আগে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় লতার শারীরিক পরিস্থিতি নিয়ে গুজব ছড়ায়।

গায়িকার মুখপাত্র ও পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়, যেন কোনও ভুয়া খবর ছড়ানো না হয়। কোনও পরিবারের ব্যক্তিগত পরিসরে প্রবেশ না করার অনুরোধও জানানো হয় ওই বিবৃতিতে।
গায়িকার জনসংযোগ দলের একটি বিবৃতিতে লেখা হয়, ‘অনুরোধ বাতাসে ভেসে আসা ভুয়া খবরকে গুরুত্ব দেবেন না। তিনি এখনও আইসিইউতে আছেন। বিশিষ্ট চিকিৎসক এবং তার দলের পর্যবেক্ষণে আছেন। চিকিৎসক এবং পরিবারকে নিজেদের ব্যক্তিগত পরিসরে শান্তিতে থাকতে দিন।’ সূত্র : টাইমস অব ইন্ডিয়া, খালিজ টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ