বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান গতকাল শুক্রবার সন্ধ্যায় স্ট্রোক করেছেন। বর্তমানে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
সাংবাদিক এ বি এম জাকিরুল হক টিটন এসব তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পীর হাবিবুর রহমান স্ট্রোক করলে তাকে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
জাকিরুল হক টিটন বলেন, পীর হাবিবুর রহমানের ভাই সংসদ সদস্য পীর ফজলুর রহমানের সঙ্গে নিয়মিত মোবাইল ফোনে কথা হচ্ছে। তিনি হাসপাতালে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পীর হাবিবুর রহমানের শারীরিক অন্যান্য সমস্যাও রয়েছে। এর মধ্যে কিডনির সমস্যা রয়েছে।
পীর হাবিবুর রহমানের অবস্থা স্থিতিশীল উল্লেখ করে জাকিরুল হক টিটন বলেন, পরিবারের সদস্যেরা পীর হাবিবুর রহমানের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।