বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আমেরিকা ও কানাডার ছয় প্রবাসী চিকিৎসকের দেওয়া উপহার ৩১২টি পোর্টেবল আইসিইউ ভেন্টিলেটর দেশে এসে পৌঁছেছে। শুক্রবার (২০ আগস্ট) রাতে কানাডা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসে পৌছায় ভেন্টিলেটরগুলি। ভেন্টিলেটরগুলো গ্রহণ করেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার ব্যক্তিগত চিকিৎসক এবিএম আব্দুল্লাহ।
এসময় এবিএম আব্দুল্লাহ বলেন, করোনার সংকটকালে অত্যাধুনিক এই পোর্টেবল ভেন্টিলেটর গুলি দেশের যেকোন অঞ্চলে ব্যাবহার করা সম্ভব। এছাড়া এম্বুলেন্সেও এই ভেন্টিলেটর হিসাবে ব্যবহার করা যাবে। আরও ভেন্টিলেটর আনার চেষ্টা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। এর আগেও আড়াইশো ভেন্টিলেটর পাঠিয়েছিলেন প্রবাসী চিকিৎসকরা।
এদিকে, দেশে করোনায় শুক্রবার ১৪৫ জনের প্রাণ যায়। যা ৪৭ দিন পর একদিনে মৃত্যু দেড়শোর নীচে নেমেছে। গত ৪ঠা জুলাই ১৫৩ জনের মৃত্যু হয়েছিল। এদিকে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে ২৫ হাজার। নতুন শনাক্ত ৫ হাজার ৯শ ৯৩ জন। প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে করোনার সংক্রমণ শুরু হলেও বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।