প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনয়ে অসামান্য অবদান রাখায় এবারের একুশে পদক লাভ করেছেন প্রখ্যাত অভিনেতা আফজাল হোসেন। পদকপ্রাপ্তিতে প্রাথমিক অনুভূতি প্রকাশ করে আফজাল হোসেন বলেন, খুবই আনন্দিত। সবাই অভিনন্দন জানাচ্ছে। এটা ভালো লাগার বিষয়। অভিনয়কে ভালোবেসেই সব করেছি। রাষ্ট্রীয় সম্মান পাচ্ছি, অবশ্যই অনেক আনন্দ ও ভালো লাগার ব্যাপার। এমন সম্মানে সম্মানিত হব, এ চিন্তা কখনও মাথায় আসেনি। তিনি বলেন, দীর্ঘদিন কাজ করার ফলে রাষ্ট্রীয় স্বীকৃতি একজন অভিনেতার জীবনে অনেক বড় অর্জন। এ অর্জন দর্শকের জন্য হয়েছে। তারা আমার অভিনয়ের স্বীকৃতি দিয়ে জীবনের এ পর্যন্ত নিয়ে এসেছেন। তাদের স্বীকৃতিই রাষ্ট্রীয় স্বীকৃতির ভিত্তি গড়ে দিয়েছে। দর্শকের স্বীকৃতি ধরে রাখার জন্য আমাকে নিরন্তর পরিশ্রম করতে হয়েছে। সতর্ক থাকতে হয়েছে। দর্শক শ্রমের মূল্যায়ণ করেছে, সেই সাথে রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে। আফজাল হোসেন বলেন, আমার বাবাকে এই খবরটি জানাতে পারলে খুব ভালো লাগত। বাবা এখন বেঁচে নেই। তিনি আমার অভিনয়-আঁকাআঁকি নিয়ে খুশি ছিলেন না, তবে একটা স্যুটকেসে আমার ছবিসহ খবর সংরক্ষণ করে রেখেছিলেন। এখন মা আছেন, কিন্তু এই খবর জানানোর মতো অবস্থায় নেই। তিনি বলেন, আমি কাজ করছি। আরও কাজ করে যেতে চাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।