Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আবার উপস্থাপনায় আফজাল হোসেন

প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : আফজাল হোসেনকে উপস্থাপনায় খুব কমই দেখা যায়। সর্বশেষ বাংলাদেশ টেলিভিশনের একটি অনুষ্ঠানে তিনি উপস্থাপনা করেছিলেন। আবারো একই চ্যানেলের জন্য একটি বিশেষ অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন তিনি। সদ্যপ্রয়াত সৈয়দ শামসুল হককে নিয়ে নির্মিত বিশেষ অনুষ্ঠান ‘হৃদ কলমের টানে’ অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন তিনি। অনুষ্ঠানটির প্রযোজক মাহবুবা ফেরদৌস জানান, আফজাল হোসেনের উপস্থাপনার কারণেই অনুষ্ঠানটির একটি বিশেষ রূপ দাঁড়িয়েছে যা দর্শককে দারুণভাবে আকর্ষণ করবে অনুষ্ঠানটি উপভোগ করতে। আবারো অনুষ্ঠান উপস্থাপনা এবং ‘হৃদ কলমের টানে’ অনুষ্ঠানটি প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, ‘উপস্থাপনা বেশ উপভোগ করি। তবে সেটা যে নিয়মিত হতে হবে এমন নয়। বিশেষ বিশেষ অনুষ্ঠান উপস্থাপনা করতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। হৃদ কলমের টানে অনুষ্ঠানে এমন অনেকই কিছু আছে যা দর্শক আগ্রহ নিয়েই দেখবেন। আমি অনুষ্ঠানটি নিয়ে আশাবাদী।’ ৯০ মিনিটের এই অনুষ্ঠানে সৈয়দ শামসুল হকের কর্মকাÐের বিভিন্ন দিক তুলে ধরা হবে। অনুষ্ঠানে থাকবে গান, কবিতা পাঠ ও আলোচনা সভা। অনুষ্ঠানে গান গাইবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, এন্ড্রুকিশোর, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, দিনাত জাহান মুন্নী ও সাব্বির। আলোচনা পর্বে অংশ নেবেন সংষ্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, রামেন্দু মজুমদার, আতাউর রহমান, আসাদ চৌধুরী, রফিকুন নবী, নাসির উদ্দিন ইউসুফ, ফরিদুর রেজা সাগর, চিন্ময় মুৎসুদ্দী, মাজহারুল ইসলাম প্রমুখ। কবিতা আবৃত্তি করবেন আসাদুজ্জামান নূর, রামেন্দু মজুমদার, মাহিদুল ইসলাম ও লায়লা আফরোজ। ‘হৃদ কলমের টানে’ আজ রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবার উপস্থাপনায় আফজাল হোসেন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ