প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দীর্ঘ অভিনয়জীবন পার করেছেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। তাঁকে পর্দায় দেখা গেছে নানান রূপে, নানান চরিত্রে। তাঁর বিপরীতে অভিনয় করেছেন বিভিন্ন প্রজন্মের ৩৫ জন অভিনয়শিল্পী। এবার তাঁরা সবাই এক হচ্ছেন এই অভিনেতার সঙ্গে। তাদের নিয়ে চ্যানেল আই তৈরি করছে সাত পর্বের অনুষ্ঠান, ‘আফজাল হোসেন ও তাঁর নায়িকারা’। এর পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন ফারিয়া হোসেন। ৩৫ জন শিল্পীর মধ্যে স্টুডিওতে উপস্থিত থাকবেন চম্পা, শম্পা রেজা, মৌসুমী, বিপাশা হায়াত, তানিয়া আহমেদ, এমি রহমান, তারিন, সাদিয়া ইসলাম মৌ, সুইটি, অপি করিম এবং আফসানা মিমি। এ ছাড়া ববিতা, নিমা রহমান, মিতা রহমান, লুৎফুন্নাহার লতা, বন্যা মির্জাসহ আরও ২৫ জন অভিনেত্রী ভিডিও বার্তার মাধ্যমে আফজাল হোসেনের সঙ্গে নায়িকা হওয়ার অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করবেন। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রেহানা সামদানি। অনুষ্ঠানটি ধারণ করা হচ্ছে চ্যানেল আই-এর নিজস্ব স্টুডিওতে। এ অনুষ্ঠানের পুরো কাজ শেষ হলে স¤প্রচারের দিন নির্ধারণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।