এডিট করা যাবে পাঠানো মেসেজ! অতি প্রয়োজনীয় ফিচার আনছে হোয়াটসঅ্যাপ
অ্যাপেল কিংবা টেলিগ্রামের মতো অ্যাপগুলিতে মেসেজ পাঠিয়ে দেয়ার পরও তাতে কোনও ভুল থাকলে এডিট করা
পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ শহরে অধিকাংশ টোটো রিক্সার পেছনে ‘সব বেচে দে নরেন’ ফ্লেক্স লাগানো ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা। তৃণমূলের দাবি, নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে শহরের নাগরিকদের একাংশ ওই ফ্লেক্স লাগিয়েছেন। কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের সম্পত্তি বিক্রি করতে উঠে পড়ে লেগেছেন। যদিও বিজেপির পাল্টা দাবি,ওই ফ্লেক্স লাগিয়ে স্বামী বিবেকানন্দকে অপমান করেছে তৃণমূল। এদিকে টোটো চালক বলছেন,কারা ওই ফ্লেক্স লাগিয়েছে তা জানা নেই। পুলিশ জানিয়েছে,বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত দু’দিন ধরেই শহরে চলা অধিকাংশ টোটোর পিছনে একটি ফ্লেক্স দেখা যায়। নীল কালিতে লেখা রয়েছে,‘সব বেচে দে নরেন’। এ নিয়ে আরামবাগ শহর তৃণমূলের সভাপতি স্বপন নন্দী বলেন,দেশের প্রধানমন্ত্রী একের পর এক সরকারি সম্পত্তি বেসরকারিকরণ করছেন, বিক্রি করছেন। তাতে সাধারণ মানুষক্ষুব্ধ। তাই তারা নিজেরাই টাকা খরচ করে ওই ফ্লেক্স টাঙিয়েছেন। যদিও টোটো চালকরা এ নিয়ে আপত্তি করতে দেখা যায়নি। কারণ,তারাও জানেন,প্রধানমন্ত্রী সব বেচে দিচ্ছেন। ওই ফ্লেক্সে আমাদের দলের কোনও রাজনৈতিক চিহ্ন নেই। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।