মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পূর্ব ইউরোপে নতুন করে তিন হাজার সেনা মোতায়েনে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ‘ধ্বংসাত্মক’ বর্ণনা করেছে রাশিয়া। মস্কোর অভিযোগ, যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে চলমান উত্তেজনা নিরসনে রাজনৈতিক সমাধানের সুযোগ হ্রাস করেছে। এর আগে, বুধবার এক ব্রিফিংয়ে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি ঘোষণা দেন, পূর্ব ইউরোপে তিন হাজার সেনা মোতায়েন করা হচ্ছে। বলেন, শিগগিরই পোল্যান্ড,রোমানিয়া ও জার্মানিতে সেনা পাঠানো হবে। বর্তমানে জার্মানিতে অবস্থানরত মার্কিন বাহিনীর এক হাজার সদস্যকে রোমানিয়ায় স্থানান্তর করা হবে। দুই হাজার সেনাকে যুক্তরাষ্ট্র থেকে পোল্যান্ড ও জার্মানিতে মোতায়েন করা হবে। ইউক্রেন সীমান্তে রাশিয়ার প্রায় এক লাখ সেনা মোতায়েনকে ঘিরেই সেনা পাঠানোর কথা জানিয়েছে বাইডেন প্রশাসন। ইউক্রেনের অভিযোগ, যে কোনও সময় দেশটিতে আক্রমণের করতে পারে মস্কো। এ নিয়ে বুধবার চরমক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে রুশ উপ প্রতিরক্ষা মন্ত্রী অ্যাক্সেন্ডার গ্রæশকো সতর্ক করে একে ‘ধ্বংসাত্মক এবং অযৌক্তিক’ পদক্ষেপ অ্যাখা দিয়েছেন। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের এমন ঘোষণা নিশ্চিয় ইউক্রেন সরকারকে আনন্দিত করবে। এছাড়া মিনস্ক চুক্তি ব্যর্থ হওয়ার পেছনে ইউক্রেনকে দায়ী করেছে মস্কো। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।