Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাবিতে নিহত হিমেলের স্বরণে মোমবাতি প্রজ্বলন

রাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২২, ৮:১৪ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাকচাপায় নিহত শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের স্বরণে মোমবাতি প্রজ্বলন ও নিরাবতা পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় দুর্ঘটনার স্থানে কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের আয়োজনে এ মোমবাতি প্রজ্বলন করা হয়।

মোমবাতি প্রজ্বলন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমাদের শিক্ষার্থীদের মধ্যে সারাবছরই অনেক দূরত্ব লেগে থাকে। আমাদের পিট যখন দেয়ালে ঠেকে যায়, তখনি একসাথে হয়ে আমরা আন্দোলন করি। গতকাল ছাত্র-শিক্ষক একসাথে খোলা মাঠে বসে যে আলোচনা হয়েছে তা আরো আগে হওয়া উচিত ছিলো। শিক্ষকরা শিক্ষার্থীদের কাছাকাছি থাকলেই সম্প্রীতি সৃষ্টি হবে। হিমেল মারা গিয়ে এই সম্প্রীতির পথ উন্মোচন করেছেন।

সাংস্কৃতিক জোটের সভাপতি উত্তম কুমার রায় বাপ্পি বলেন, আজকে আমাদের প্রিয়মুখ হিমেল এক মর্মান্তিক দুর্ঘটনার কারণে আমাদের মাঝে নেই। তার মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয়, তা একধরনের হত্যাকাণ্ড। এর জন্য দায়ী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। বিশ্ববিদ্যালয় আর কখনো মালবাহী ট্রাক চলাচল করতে পারবে না। এসময় হিমেলের নামে বৃত্তি ফাউন্ডেশন গঠন করার কথাও বলেন তিনি।

মাইক্রোবায়লজি বিভাগে সহযোগী অধ্যাপক অমিত কুমার দত্ত বলেন, কালকে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তা যেনো দ্বিতীয়বার না ঘটে সে সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। দুর্ঘটনার কারণগুলো চিহ্নিত করে তা রোধ করার ব্যাপারে আমাদের পদক্ষেপ নিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক তারেক নূর, হিমেলের সহপাঠী ও পরিজনসহ দেড় শতাধিক সাধারণ শিক্ষার্থী।##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত

২৯ ডিসেম্বর, ২০২২
২২ ডিসেম্বর, ২০২২
৭ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ