Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলোচনায় সমাধানের পক্ষপাতী রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

ইউক্রেন ঘিরে যে সংকট তৈরি হয়েছে, তার সহজ সমাধান কঠিন। তবে রাশিয়া সবসময়ই আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার পক্ষপাতী। যদিও একইসঙ্গে একথাও সত্য যে, সমাধানসূত্রে পৌঁছানো কঠিন। প্রায় একমাস পর সাংবাদিকদের সামনে ইউক্রেন সংকট নিয়ে মুখ খুললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। তার কথায়, ন্যাটো-সহ পশ্চিমা দেশগুলি রাশিয়ার নিরাপত্তার বিষয়টি নিয়ে আদৌ উৎসাহী নয়। ফলে তারা কেবলই রাশিয়ার উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। পুতিনের বক্তব্য, একতরফা ইউক্রেন সমস্যার সমাধান হবে না। সবপক্ষকে সকলের নিরাপত্তা নিয়ে আগ্রহ দেখাতে হবে। এদিন ন্যাটো এবং অ্যামেরিকার দেওয়া চিঠির প্রসঙ্গ উল্লেখ করেছেন পুতিন। জানিয়েছেন, চিঠির বয়ান খতিয়ে দেখা হচ্ছে। ঠিক সময়ে উত্তরও দেওয়া হবে। কিন্তু চিঠির পরিপ্রেক্ষিতে তার প্রাথমিক প্রতিক্রিয়া, চিঠিতে রাশিয়ার আশঙ্কার বিষয়গুলি ধরা হয়নি। পশ্চিমা দেশগুলির অভিযোগ, পূর্ব ইউক্রেন সীমান্তে রাশিয়া প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে। যুদ্ধের মহড়া চলছে। যে কোনোদিন তারা ইউক্রেন আক্রমণ করতে পারে। রাশিয়া অবশ্য বরাবরই বলে এসেছে, ইউক্রেন আক্রমণ করার জন্য ওই সেনা মোতায়েন করা হয়নি। নিজেদের আত্মরক্ষার্থে সেনা সাজিয়েছে রাশিয়া। তবে পূর্ব ইউক্রেনের বিতর্কিত অঞ্চলে রাশিয়া সেনা ঢুকিয়ে দিতে পারে, এ আশঙ্কা আছে। রাশিয়া আগ্রাসী হলে তার ফল ভালো হবে না বলে স্পষ্ট হুমকি দিয়ে রেখেছে ন্যাটো-সহ অধিকাংশ পশ্চিমা দেশ এবং আমেরিকা। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এতদিন এর উত্তর দিচ্ছিলেন। এবার মুখ খুললেন প্রেসিডেন্ট। পুতিন জানিয়েছেন, রাশিয়া বরাবরই শান্তিপূর্ণ আলোচনার পক্ষপাতী। তারা যুদ্ধের বিরোধী। সা¤প্রতিক বিষয়টি নিয়েও তারা আলোচনা করতে আগ্রহী। কিন্তু সেখানে রাশিয়ার স্বার্থের কথাও আলোচনায় রাখতে হবে। রয়টার্স, এএফপি, ডিপিএ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ