Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শপথ নিয়েছেন পাকিস্তানের নতুন প্রধান বিচারপতি উমর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

পাকিস্তানের ২৮তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারক উমর আতা বান্দিয়াল। বুধবার রাজধানী ইসলামাবাদে আওয়ানে সদরে এক অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট আরিফ আলভি। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান, সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া, জাতীয় পরিষদের স্পিকার আসাদ কাইসার, সিনেট চেয়াম্যান সাদিক সাঞ্জরানি, পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি, তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী, সুপ্রিম কোর্টের বিচারকরা, সিনিয়র আইনজীবীরা এবং বিভিন্ন পর্যায়ের মন্ত্রীরা। এ খবর দিয়ে অনলাইন ডন বলছে, ২০২৩ সালের ১৬ই সেপ্টেম্বর পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন বিচারক বান্দিয়াল। এর আগে তিনি লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। জ্যেষ্ঠতা হিসাবে তার পরে নতুন প্রধান বিচারপতি হওয়ার কথা বিচারক কাজী ফায়েজ ইসার। ২০২৩ সালে বিচারপতি বান্দিয়ালের মেয়াদ শেষে তার এ পদে আসীন হওয়ার কথা এবং ২০২৪ সালের ২৫শে অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করার কথা। এরপরে এ পদে ২৮২ দিনের জন্য আসার কথা বিচারক ইজাজুল আহসানের। ২০২৫ সালের ৪ঠা আগস্ট প্রধান বিচারপতি হওয়ার কথা সৈয়দ মানসুর আলি শাহ-এর। ২০২৭ সালের ২৭ শে নভেম্বর পর্যন্ত তার দায়িত্ব পালন করার কথা। জ্যেষ্ঠতার উত্তরাধিকার সূত্রে তারপর প্রধান বিচারপতি হওয়ার কথা মুনিব আখতারের। তার পরে ২০২৮ সালের ১৪ই ডিসেম্বর থেকে ২০৩০ সালের ২২ শে জানুয়ারি পর্যন্ত প্রধান বিচারপতি হওয়ার কথা ইয়াহিয়া আফ্রিদির। মঙ্গলবার বিদায়ী প্রধান বিচারপতি গুলজার আহমেদের সম্মানে পূর্ণাঙ্গ কোট রেফারেন্স অনুষ্ঠিত হয়। নিজের অধীনে কিভাবে সুপ্রিম কোর্ট কাজ করবে তার একটি রোডম্যাপ উপস্থাপন করেন নতুন প্রধান বিচারপতি বান্দিয়াল। ডন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধান বিচারপতি উমর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ