মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ‘ইউক্রেন নিয়ে বৈঠকের প্রয়োজন নেই’ মর্মে রাশিয়ার প্রস্তাবের বিরুদ্ধে ভোট না দেয়ায় ভারতকে ধন্যবাদ জানিয়েছে দেশটি। সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত জাতিসঙ্ঘের সদর দফতরে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে রাশিয়ার প্রস্তাবের পক্ষে মাত্র একটি দেশ, চীন ভোট দিয়েছে। অপরদিকে ভারত, গ্যাবন ও কেনিয়া ভোট দেয়া থেকে বিরত থেকেছে।
জাতিসঙ্ঘে রাশিয়ার দূত দিমিত্রি পোলিয়ানস্কি চীন ও ভারতসহ চার দেশকে মস্কোর পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।
তবে রাশিয়ার এই প্রস্তাবের বিপক্ষে যুক্তরাষ্ট্রসহ নিরাপত্তা পরিষদের সদস্য মোট ১০টি দেশ ভোট দিয়েছে।
অন্তত নয়টি ভোট বিরুদ্ধে পড়লেই মস্কোর প্রস্তাব বাতিল হয়ে যাওয়ার কথা। ১০ দেশের ভোট বিরুদ্ধে পড়ায় নিরাপত্তা পরিষদে ইউক্রেন নিয়ে আলোচনায় কোনো বাধা রইলো না।
২০১৪ সালে ইউক্রেনে রুশপন্থী সরকারের পতনের পর রাশিয়া দেশটিতে আগ্রাসন চালিয়ে ক্রিমিয়া দখল করে নেয়। ওই সংঘর্ষ বন্ধে ফ্রান্স ও জার্মানির মধ্যস্থতায় ২০১৫ সালে বেলারুশের মিনস্কে ইউক্রেন ও রাশিয়া অস্ত্রবিরতি চুক্তি করে।
নতুন করে আবার সম্প্রতি ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে।
ইউক্রেনের অভিযোগ, দেশটির পূর্বাঞ্চলে কিয়েভের বিরুদ্ধে লড়াইরত রুশপন্থী বিদ্রোহী যোদ্ধাদের সহায়তার নামে ইউক্রেনে আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে মস্কো।
অপরদিকে ইউক্রেনের অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া। দেশটি বলছে, সামরিক বাহিনীর মহড়ার অংশ হিসেবে ওই সৈন্য সমাবেশ করা হয়েছে।
সৈন্য সমাবেশের জেরে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর সাথে রাশিয়ার সম্পর্কে উত্তেজনা চলছে।
সৈন্য সমাবেশ সরিয়ে নিতে রাশিয়ার ওপর চাপ প্রয়োগের জন্যই সোমবার নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের আহ্বানে এই বৈঠক করা হয়। তবে বিষয়টিকে ‘একান্তই অভ্যন্তরীণ বিষয়’ বলে তা জাতিসঙ্ঘে বৈঠকের কোনো প্রয়োজনই নেই বলে দাবি করছে রাশিয়া। সূত্র : আনন্দবাজার
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।