Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভার্চুয়াল জগতে সত্য-মিথ্যা যাচাই

মো. আব্দুল করিম গাজী | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

বর্তমানে আমরা প্রযুক্তির যুগে বসবাস করছি। ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক অঙ্গনে প্রযুক্তির ব্যবহার চলমান। প্রযুক্তি যেমন উন্নতির দিকে ধাবমান, তেমনি আবার এর অনেক নেতিবাচক দৃষ্টান্তও রয়েছে। ভার্চুয়াল জগতে উপকারের চেয়ে ক্ষতির পরিমাণও কম নয়। তাই, না বুঝে ভার্চুয়ালে আসক্ত হওয়া, মাদকের চেয়েও ভয়ংকর। বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৪ কোটি ৮০ লাখের বেশি। আমরা প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু দেখে থাকি, যার অধিকাংশ মিথ্যা কিংবা গুজব। শুধু তাই নয়, একটা জীবিত মানুষকে ভার্চুয়াল জগতে মৃত্যুর ভুয়া সংবাদ ছড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটছে। আবার অনেক সময় ফেসবুকে কেউ একজনের ছবি পোস্ট করে বলে, তাঁর দাদার বন্ধু কিংবা আত্মীয় মারা গেছে, অথচ সামাজিক যোগাযোগে যখন ছবিটা ভেসে উঠে, তখন তাঁর প্রিয়জনদের হৃৎপিন্ডে বড় একটা আঘাত হানে, যদিও সে ব্যক্তি মৃত নয়; অন্য কেউ মারা গিয়েছে। শুধু তাই নয়, কখনো কখনো কারও কুৎসা রটানো হয় খুবই সহজেই। আবার দাঙ্গা-হাঙ্গামা লাগানোর জন্য অনেক সময় এডিটিংয়ের মাধ্যমে বিকৃত ছবি পোস্ট করে বিভ্রান্তী সৃষ্টি করা হয়। তাই ভার্চুয়ালি ছড়িয়ে পড়া ঘটনার কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলা নির্ণয় করা বড়ই কঠিন হয়ে পড়ে অনেক সময়। সুতরাং আমরা যারা ভার্চুয়াল জগতে আছি, তাঁরা অহেতুক এমন কোনো কার্যক্রম না করি, যাতে ব্যক্তি, পরিবার, সমাজ, ধর্ম কিংবা রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়।

শিক্ষার্থী, ফেনী সরকারি কলেজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন