মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মালিক নামের শক্তিশালী ঝড় যুক্তরাজ্য, ডেনমার্ক, পোল্যান্ড এবং জার্মানিতে আছড়ে পড়েছে৷ এর ফলে কয়েক হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছিল৷ উপকূলীয় জলোচ্ছ্বাস আর বন্যার কারণে বন্ধ রয়েছে সেতু৷ দুর্যোগের ফলে একাধিক ট্রেন বাতিল হয়েছে এবং ফেরি পরিষেবা বন্ধ করা হয়েছে৷
রোববারে ইউরোপের উত্তর অংশে আছড়ে পড়া শক্তিশালী এই ঝড়ে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস তৈরি হয়৷ এর দাপটে বাস ট্রেন চলতে পারেনি৷ এই ঝড়ের নাম জার্মানিতে নাডিয়া এবং অন্য দেশে মালিক৷ এই ঝড় একদিন আগে উত্তর সাগর এবং বাল্টিক সাগর উপকূলরেখায় হারিকেনের মতো শক্তিশালী বাতাস বয়ে এনেছিল৷
রোববার এই ঝড় পূর্ব দিকে সরে আসার সঙ্গে সঙ্গে বার্লিনের দমকল বিভাগ জরুরি অবস্থা ঘোষণা করে৷ বাসিন্দাদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়৷ শনিবার, বার্লিনের ঠিক দক্ষিণ-পশ্চিমে ব্র্যান্ডেনবার্গ রাজ্যের বিলিৎশ শহরে এক ব্যক্তির মৃত্যু হয়৷ বিল্ড সংবাদপত্রের রিপোর্টে বলা হয়েছে, হাওয়ার দাপটে আলগা হয়ে যাওয়া নির্বাচনী পোস্টারে আঘাত পেয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির৷ আহত হন তার এক সঙ্গী৷
স্কটল্যান্ডে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬০ কিলোমিটার৷ এবারডিনে গাছ ভেঙে পড়ে ৬০ বছরের এক নারীর মৃত্যু হয়৷ সেন্ট্রাল ইংল্যান্ডে গাছ ভেঙে নয় বছরের এক বালকের মৃত্যু হয়৷ ঝড়ের প্রভাবে ইংল্যান্ডে এক লাখ ৩০ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছিল৷ স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টুরজেন জানিয়েছেন, একাধিক জায়গায় পরিষেবা স্বাভাবিক হলেও বিদ্যুৎ সংযোগে সমস্যা রয়েছে কারণ আরও একটি ঝড় আছড়ে পড়তে পারে৷
পোল্যান্ডের রেচপোসপোলিতা সংবাদপত্র জানিয়েছে, ওয়েখেরোভো কাউন্টিতে, বাল্টিক উপকূলে গাছ পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং আরও এক ব্যক্তি আহত হয়েছেন৷ পোল্যান্ডে ছয় লাখ ৮০ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে৷ চেক রিপাবলিকে একটি শিল্পাঞ্চলে ১৬ ফুটের দেওয়াল বিস্ফোরণে উড়ে যায়৷ দুই শ্রমিকের মৃত্যু হয়৷ ডেনমার্কের পুলিশ জানিয়েছে, শক্তিশালী ঝড়ের মাঝে পড়ে ৭৮ বছরের এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন৷
হামবুর্গের সেইন্ট পওলি জেলায় মাছের বাজার ভেসে গিয়েছে৷ ভেসে গিয়েছে কয়েকটি গাড়িও ৷ উত্তর জার্মান উপকূল থেকে, একটি পণ্যবাহী জাহাজ প্রবল বাতাসের দাপটে ভেসে যায়৷ সেটি অবশ্য ফাঁকা ছিল৷ জার্মানির উত্তরাঞ্চলের নানা অংশের জন্যও বন্যা সতর্কতা জারি করা হয়েছে৷
ডয়েচ বান জানিয়েছে, গাছ পড়ে শ্লেসউইশ-হলস্টাইনে রেল পরিষেবা ব্যাহত হয়েছে৷ ব্রেমেনের নর্দার্ন সিটিতে দমকল বিভাগের এক মুখপাত্র জানান, হতাহতের কোনও খবর নেই৷ কিন্তু ঝড়ে গাছ ভেঙে পড়েছে একাধিক জায়গায়৷ পরিস্থিতির মোকাবেলা করতে নয়টি এলাকায় তাদের পাঠানো হয়েছিল৷
ডেনমার্কের জাতীয় সড়ক-রেলসড়ক সংযুক্ত ওরেসুন্ড সেতু বন্ধ করা হয়েছে৷ এই সেতুর মাধ্যমে প্রতিবেশী সুইডেনের সঙ্গে যুক্ত ডেনমার্ক৷ এদিকে, ড্যানিশ দ্বীপপুঞ্জ জিল্যান্ড এবং ফিউনেনের সঙ্গে সংযোগকারী গ্রেট বেল্ট ফিক্সড লিঙ্ক সেতুও বন্ধ করা হয়েছে৷ রিৎজাউ সংবাদসংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি ফোনে সাড়া দেওয়ার জন্য প্রায় ১০ হাজার কর্মীকে রাখা হয়েছে৷
ডিআর বার্তা সংস্থা জানাচ্ছে, কোপেনহেগেনে সমস্ত আঞ্চলিক ট্রেন চলাচল স্থগিত করা হয়েছিল৷ সুইডেনের দক্ষিণাঞ্চলও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ বাল্টিক দ্বীপ গোটল্যান্ড যাওয়ার ফেরি বাতিল করা হয়৷ নরওয়েতে বাড়ি, গাড়ি ও নৌকার ব্যাপক ক্ষতির খবর মিলেছে৷ ফিনল্যান্ড জুড়ে প্রবল তুষারপাতের ফলে দেশের কিছু অংশে সড়ক দুর্ঘটনা ঘটেছে৷ সে দেশেও বাস ও ট্রেন চলাচল ব্যাহত হয়েছে৷ সূত্র: ডয়চে ভেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।