Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালি বোতলের জন্য বার্লিনে গাড়ি চুরি!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২২, ৩:২৬ পিএম

গাড়ি চুরির অভিযোগে শনিবার দুই ব্যক্তিকে আটক করে বার্লিন পুলিশ। আটক দুই ব্যক্তি জেরায় স্বীকার করেছেন ৩০ বছর পুরানো একটি গাড়ি তারা চুরি করেছিলেন, তবে গাড়ির জন্য নয়, বোতলের জন্য৷

বার্লিন পুলিশ রোববার জানায়, ওই দুই ব্যক্তি গাড়ির ভিতরে বেশ কয়েকটি বোতল দেখতে পান৷ বোতলগুলির বিনিময়ে বেশ কিছু টাকা পাওয়া যেতে পারে বলে ভেবেছিলেন তারা৷ জেরায় তারা মাদক সেবনের কথা স্বীকার করেছেন৷

কর্তৃপক্ষ জানিয়েছে, পুনর্ব্যবহারযোগ্য বোতল পেতে গাড়ি চুরির অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে৷ ৩১ বছর ও ৪১ বছর বয়সি দুই সন্দেহভাজন মাদক সেবন করেছিলেন৷ রোববার একটি হোন্ডা গাড়ি তাদের চোখে পড়ে৷ গাড়িটিতে বেশ কিছু পুনর্ব্যবহারযোগ্য বোতল ছিল৷ জেরায় তারা জানিয়েছেন, ফাঁকা জায়গায় গিয়ে বোতলগুলি হাতিয়ে গাড়ি ফেলে পালানোর পরিকল্পনা ছিল তাদের৷

অন্য অনেক দেশের মতো জার্মানিতেও এরকম ব্যবহৃত বোতলের বিনিময়ে নগদ টাকা পাওয়া যায়৷ ব্যবহৃত বোতলের দাম আট টাকা থেকে ২৫ টাকা পর্যন্ত হতে পারে৷ তবে গাড়িটিতে কয়টা বোতল ছিল তা স্পষ্টভাবে জানা যায়নি৷

দুই ব্যক্তি ওই গাড়িটি চুরি করে দিব্যি চালাচ্ছিলেন৷ তবে তাদের বেপরোয়া গতি দেখে পুলিশের সন্দেহ হয়েছিল৷ তাদের থামাতে গেলে গাড়ির গতি বাড়িয়ে পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করেছিলেন তারা৷ বেপরোয়া গাড়িটি পার্ক করে রাখা দুটি গাড়িকে ধাক্কা দেয়৷ দ্বিতীয় বার ধাক্কা মারার পর, দুই ব্যক্তি গাড়ি থেকে লাফ দেন৷ পুলিশ তাদের পাকড়াও করে৷

চুরি, বেপরোয়া গাড়ি চালানো, বিস্ফোরক ও মাদক আইন লঙ্ঘন-সহ বেশ কয়েকটি ধারায় এই দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে৷ এই নিয়ে তদন্ত করেছে পুলিশ৷ চুরি যাওয়া গাড়ি ফেরত পেয়েছেন গাড়ির মালিক৷ সূত্র: ডয়চে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জার্মানি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ