Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিনহা হত্যা মামলায় লিয়াকত-প্রদীপের মৃত্যূদণ্ডে সামাজিক মাধ্যমে স্বস্তি

সোশ্যাল মিডিয়া নিউজ | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২২, ৮:৫৬ পিএম

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নেটিজেনরা। চাঞ্চল্যকর এই হত্যার মামলার রায়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষ স্বস্তি প্রকাশ করে খুনীদের দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন।

সোমবার বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল মামলাটির রায় ঘোষণা করেন। রায়ে এপিবিএন’র তিন সদস্যসহ ৭জনকে খালাস দেওয়া হয়েছে। যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে ৬ জনকে।

আলোচিত সিনহা হত্যাকাণ্ডের রায় কী হচ্ছে তা জানতে আগে থেকেই সবার নজর ছিল আদালতের দিকে। অবশেষে বহুল প্রতিক্ষা রায় প্রকাশ হলে অনেকেই ফেসবুকে তা পোস্ট করে প্রতিক্রিয়া জানান।

রায়ের প্রতিক্রিয়ায় জৈষ্ঠ্য সাংবাদিক, কলামিস্ট ও গবেষক মেহেদী হাসান পলাশ লিখেছেন, ‘‘মেজর (অব.) সিনহা হত্যা মামলার রায় উৎসাহব্যঞ্জক। তবে আকরামসহ অন্যান্য বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের গণ ও গণমাধ্যম এর প্রতিক্রিয়া একই থাকলে হয়তো সেগুলোরও সুবিচার নিশ্চিত হতো।’’

সিনহা হত্যার রায়ের খবর পোস্ট করে ফেসবুকে মোহাম্মাদ ইয়াসিন নামে একজন লিখেছেন, ‘‘বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত
মেজর সিনহাকে পরিকল্পিত হত্যা মামলার রায়ে আমরা সন্তুষ্ট। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হউক, সেই সাথে বিচারের পরবর্তী ধাপগুলো দ্রুত শেষ করে রায় কার্যকর করা হউক।’’

সাইফুল্লাহ তামিম লিখেছেন, ‘‘আশাকরি, যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা এই ঘটনা থেকে শিক্ষা নিবেন।
ক্রসফায়ার যারা করে বা যারা সমর্থন করে, তারা সবাই আদালত অবমাননাকারী। আইন নিজের হাতে তুলে নেয় এবং সংবিধান ও আইনের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই।’’

রায়ের প্রতিক্রিয়ায় মোঃ কামাল লিখেছেন, ‘‘দুনিয়ার ক্ষমতা ক্ষনস্থায়ী, ওসি প্রদীপ ও লিয়াকত তার জ্বলন্ত প্রমান, তাই ক্ষমতা পেয়ে মানুষকে হিংস্র জানোয়ারের মত হত্যা করবা, তার বিচার দুনিয়া ও আখেরাতে উভয় জায়গায় ভোগ করতে হবে, শুধু রায় দিলে হবে না, অতি দ্রুত কার্যকর করতে হবে।’’

রাসেল আহমেদ রাশেদ লিখেছেন, ‘‘মৃত্যুদন্ডের রায় অতি দ্রুত কার্যকর এবং পাশাপাশি তাদের সকল স্থাবর ,অস্থাবর সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য সকল ধরনের প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।’’



 

Show all comments
  • Abul Hasan sohel ৩১ জানুয়ারি, ২০২২, ৯:২৭ পিএম says : 0
    কেউ আইনের উরধে নয় এটা তারা ভুলে গেছেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোশ্যাল মিডিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ