Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নায়কের স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম : লারা দত্ত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

অভিনেত্রী লারা দত্ত জানিয়েছেন একর পর এক ফিল্মে নায়কের স্ত্রী বা প্রেমিকার ভূমিকায় অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন বলে সাময়িকভাবে অভিনয়কে পাশে সরিয়ে রেখেছিলেন। ২০০৩ সালে ‘আন্দাজ’ দিয়ে বলিউডে অভিষেকের পর এক দশকের বেশি কাজ করার পর লারা ২০১৫’র পর কাজ করা কমিয়ে দেন উল্লেখযোগ্য হারে। তিনি জানান, তার মেয়ে সায়রাকে সময় দেবার জন্য তিনি প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেন। সায়রার বাবা মহেশ ভূপতি। তিনি জানান, এছাড়াও আকর্ষণ করে এমন অফারের অভাবও তার কাজ কমাবার কারণ। ‘আমি ৩০ পেরোবার পর আসলে কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিলাম। ইন্ডাস্ট্রির ধরনও অনেক বদলে যাচ্ছিল। আমাকে কাস্ট করা হচ্ছিল কারণ একজন গ্ল্যামারাস অভিনেত্রীকে কাস্ট করতে হবে। কোনও ব্যতিক্রম ছাড়াই আমাকে নায়কের প্রেমিক বা স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে হচ্ছিল। আমি এতে ক্লান্ত হয়ে পড়েছিলাম,’ লারা বলেন। অবস্থা বদলাবার জন্য তিনি সচেতনভাবেই কমেডি ফিল্মে কাজ করা শুরু করেন বলে ৪৩ বছর বয়সী অভিনেত্রী জানান। তিনি ‘নো এন্ট্রি’ ‘ভাগাম ভাগ’ এবং ‘পার্টনার’-এর মত একাধিক ব্লকবাস্টার কমেডিতে অভিনয় করেন। অভিনয়ে ফেরার পর লারা ‘হান্ড্রেড’, ‘হিকাপস অ্যান্ড হুকআপস’ এবং সর্বশেষ ‘কওন বানেগা শিখরভতি’ সিরিজগুলোতে অভিনয় করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ