প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আর দুই বিউটি প্যাজেন্ট জয়ী ঐশ্বর্য রাই এবং প্রিয়াঙ্কা চোপড়ার মতই ক্যারিয়ারে কোন ও বড় চ্যালেঞ্জ ফিরিয়ে দেননি। লারাও তার ক্যারিয়ারের সূচনায় হলিউডের ফিল্মে কাজ করা র অফার পেয়েছিলেন। এক সাক্ষাতকারে অভিনেত্রী জানিয়েছেন কেন সেই সুযোগ তিনি পাশ কাটিয়েছিলেন। তিনি জানান তাকেও ‘মেট্রিক্স’-এ অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছিল, এই সিরিজের চতুর্থ পর্বে প্রিয়াঙ্কা পরে অভিনয় করেন। ‘কঠিন সময় ছিল সেটি’, লারা বলেন, আমি সেই সময় বলিউডেই কাজ শুরু করিনি। তবে আমি আমার লক্ষ্য সম্পর্কে নিশ্চিত ছিলাম। সেই সময় সবকিছু গৌণ হয়ে যায়, আমাকে সেই সময় মায়ের সঙ্গে থাকতে হচ্ছিল। আমি ভারতে ফিরে আসতে দ্বিধা করিনি। আমি সেসময় বিকল্প হিসেবে এমনকি বলিউডকেও ভাবিনি, কাল আমি হলিউডকে ছেড়ে এসেছিলাম। আমার মা অসুস্থ ছিলেন। ২০০০ সালে মিস ইউনিভার্স হবার পর ২০০৩ সালে বলিউডের ‘আন্দাজ’ দিয়ে লারার অভিনয়ে অভিষেক হয়। এরপর তিনি বলিউডের অনেক ফিল্মে অভিনয় করেন। সম্প্রতি কাকে ‘বেলবটম’ ফিল্মে অভিনয় করেন। এখন তিনি ‘কওন বানেগি শিখরবতী’ ওয়েব সিরিজে অভিনয় করছেন। লারার দাবিতে তাকে ‘দ্য মেট্রিক্স রিলোডেড’ এবং ‘দ্য মেট্রিক্স রেভোলিউশন’ ফিল্মে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।