প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেত্রী লারা দত্ত বিশ্বাস করেন একটি বয়স সীমা পেরোবার পর একজন শিল্পী শুধু কেন্দ্রীয় ভূমিকায় অভিনয়ের চাপ থেকে মুক্ত হয়ে যায়।
তিনি মনে করেন এমন অবস্থায় শিল্পীর জন্য সঠিক পদক্ষেপ হল তাকে যে চরিত্রে সবচেয়ে ভাল মানায় সেটিকেই বেছে নেয়া। লারা বিশ্বাস করেন আসন্ন ‘আজহার’ চলচ্চিত্রটিতে তিনি ঠিক সে ধরনেরই একটি ভূমিকায় অভিনয় করেছেন।
চলচ্চিত্রটিতে তিনি এক তুখোড় আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছেন বলে তিনি জানান। তিনি চরিত্রটি সম্পর্কে আভাস দিতে গিয়ে বলেন, “এই চরিত্রটি অবশ্যই মোহাম্মদ আজহারউদ্দিনের জীবনের অনুপ্রেরণায় লেখা, অবশ্য এর কোনও বাস্তব ভিত্তি নেই। একজন আইনজীবী ছিলেন তবে তিনি নারী নন। তাই আমাকে নিজে অনেক গবেষণা করতে হয়েছে। চরিত্রটি স্বরূপ হল সে ভীষণ আত্মবিশ্বাসী, কোনোভাবেই হার মানতে রাজি নয়, আর তার পেশায় সেই শ্রেষ্ঠ। ‘সিং ইজ বিøং’সহ অন্য সব ফিল্মে আমি যে কাজ করেছে তা থেকে ব্যতিক্রমী বলে চরিত্রটি কিছু দিক থেকে খুব মজার আর উপভোগ্য।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।