Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তালতলীতে বিদ্যুৎ স্পৃষ্ট লাইনম্যান দগ্ধ

বরগুনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২২, ৪:১১ পিএম

বরগুনার তালতলীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জহিরুল ফরাজি(২৫) নামের এক লাইনম্যান দগ্ধ হয়েছে।

সোমবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ জহিরুল উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছোট আমখোলা গ্রামের মো.হাফেজ ফরাজির পুত্র।

আহত লাইনম্যনের সহকারী মো. জুয়েল জানান, দৈনিক হাজিরা ভিত্তিতে তারা বিদ্যুতের লাইনের কাজ করেন।প্রতিদিনের ন্যায় আজও ছোট বগী ইউনিয়নের চরপাড়া গ্রামে লাইন বন্ধরেখে কাজ করছেন সকাল ১০টা থেকে। এ সময় দুপুরের দিকে হটাৎ বন্ধসংযোগে চালু হলে এ দুর্ঘটনা ঘটে। দ্রুত জহিরুলকে উদ্ধার করে তালতলী হাসপাতালে প্রেরণ করা হয়।

তালতলী হাসপাতালের কর্তব্যারত চিকিৎসক ডা. সাইদ হাসান সোহাগ জানান, রোগীর শরীর সামনের অংশের বিভিন্ন যায়গা পুড়ে গেছে, এছাড়া বাম পায়ের হাটুর মাংস পুড়ে হারে ক্ষত হয়েছে। তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে শেবাচিমে প্রেরণ করা হয়েছে।

তালতলী পল্লী বিদ্যুতের ইনচার্জ মো. রফিকুল ইসলাম খান বলেন, তারা বন্ধ সংযোগে কাজ করতে করতে ভুল বসত চালু সংযোগের কাজ করতে গিয়ে এ দূর্ঘটনা ঘটেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ