মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনে রাশিয়ার হামলা হবে ‘ভয়াবহ’ এবং এতে হতাহত হবে বহু। শুক্রবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল মার্ক মিলি। ইউক্রেন সীমান্তে রাশিয়ার লক্ষাধিক সেনা মোতায়েনকে কোল্ড ওয়ারের পর সবচেয়ে বড় বলে উল্লেখ করেছেন তিনি।
মার্ক মিলি বলেন, ইউক্রেনে হামলার পরিণতি হবে গুরুতর। বহু হতাহতের আশঙ্কা রয়েছে। জনবসতি এলাকায় যুদ্ধ হবে ‘ভয়ানক’।
মার্ক মিলি আশঙ্কার কথা বললেও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন শুনিয়েছেন আশার বাণী। তিনি বলেছেন, সংঘাত অনিবার্য বিষয়টি এমন নয়। কূটনীতির মাধ্যমে এখনও সংঘাত এড়ানো যেতে পারে।
লয়েড অস্টিন বলেন, ইউক্রেনকে আরও অস্ত্র সরবরাহ করে আত্মরক্ষায় সহায়তা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।
প্রসঙ্গত, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর পক্ষ থেকে বলা হয়েছে, প্রায় এক লাখ রুশ সেনা ইউক্রেন সীমান্তে অবস্থান নিয়েছে। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, শিগ্গিরই ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। তবে রাশিয়া বরাবরই ইউক্রেনে হামলার বিষয়টি অস্বীকার করে আসছে।
উল্লেখ্য, ইউক্রেনের সীমান্তে রাশিয়ান সেনাদের সংখ্যা বাড়ায় পূর্ব ইউরোপে সেনা মোতায়েন করতে পারে যুক্তরাষ্ট্র। তাই ৮ হাজার ৫০০ সেনাকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র জন কিরবি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।