Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবলিক বিশ্ববিদ্যালয় লক্ষ্যচ্যুত হয়ে পড়েছে

ড. মো. কামরুজ্জামান | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

ইউনেস্কো ও গিনেস ওয়ার্ল্ড রেকোর্ড অনুসারে, দুনিয়ার প্রথম ও প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হলো ‘আল-কারাউইন’ বিশ্ববিদ্যালয়। এটি ৮৫৯ সালে মরক্কোর ফেজে স্থাপিত হয়। মুসলিম শাসক ফাতিমা আল-ফিহরি ছিলেন এর প্রতিষ্ঠাতা। প্রাচীনতম দ্বিতীয় বিশ্ববিদ্যালয়ের নাম হলো মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়। ৯৭০ সালে ফাতেমীয় শাসনামলে এটি প্রতিষ্ঠিত হয়। এ বিশ^বিদ্যালয়টি প্রতিষ্ঠার মূল পরিকল্পনাকারী ছিলেন ফাতেমী সেনানায়ক জাওহর সিসিলি। আর ইংরেজি ভাষাভাষী জগতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এটি প্রতিষ্ঠিত হয় ১০৯৬ সালে। প্রাচীন এসব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল ধর্মীয় মতাদর্শের ভিত্তিতে। ধর্ম ও ধর্মতত্ত্ব চর্চার কেন্দ্রবিন্দু ছিল এ বিশ্ববিদ্যালয়গুলো। প্রতিষ্ঠাকালীন সময়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়টি ছিল চার্চের নিয়ন্ত্রণাধীন। কালক্রমে বিশ্ববিদ্যালয়গুলো হতে ধর্মচর্চাকে নির্বাসনে দেয়ার চেষ্টা করা হয়।

আধুনিক যুগে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য হলো, বিশ্বমানের পাঠদান ও গবেষণার মাধ্যমে দুনিয়াজুড়ে খ্যাতি বৃদ্ধি করা। উৎকর্ষ, আবিষ্কার ও উদ্ভাবনের মাধ্যমে সারা দুনিয়াকে আকৃষ্ট করা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কর্তব্য হলো, পাণ্ডিত্য ও গবেষণা দ্বারা নিত্য নতুন জ্ঞানের আবিষ্কার করা। সময়োপযোগী শিক্ষণের মাধ্যমে জ্ঞানের আলো চারিদিকে ছড়িয়ে দেয়া। জনসেবার মাধ্যমে নতুন জ্ঞানের প্রয়োগ ঘটানো। চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতার পরিবেশ সৃষ্টি করা। সব ধরনের বৈষম্যহীন পরিবেশ তৈরি ও সংরক্ষণ করা। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে মৌলিক মূল্যবোধকে জাগ্রত করা। ঊনিশ শতকের বিখ্যাত খ্রিস্টান ধর্মযাজক ও ব্রিটিশ ধর্মতত্ত্ববিদ কার্ডিনাল জন হেনরি নিউম্যান বলেন, ‘বিশ্ববিদ্যালয় হলো এমন এক পরিবেশ, যেখানে পৃথিবীর সব প্রান্ত থেকে মানুষ আগমন করবেন। তারা এক জায়গায় থাকবেন। ব্যাপকভাবে ভাবের আদান প্রদান করবেন। তাদের একে অপরের জ্ঞান ও মনের সাথে মতান্তর সৃষ্টি হবে। আর এ মতান্তরের মাধ্যমে সৃষ্টি হবে নতুন জ্ঞান। এখানে পুরনো জ্ঞানের ব্যাপক বিশ্লেষণ হবে; হবে চুলচেরা বিশ্লেষণ, পরিবর্তন, পরিমার্জন ও পরিবর্ধন। এখানে অধ্যাপক ও শিক্ষার্থীর যৌথ পাণ্ডিত্য মিলে আবিষ্কার হবে নতুন জ্ঞান। সৃষ্টি হবে নতুন গবেষণা। তারা পুরনো জ্ঞানকে ঘঁষে-মেজে করবেন পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন।’

সংক্ষেপে বর্ণিত এ লক্ষ্য এটাই প্রমাণ করে যে, উন্নত জ্ঞানচর্চা ও গবেষণা প্রতিষ্ঠানের নাম হলো বিশ্ববিদ্যালয়। জ্ঞান অর্জনের মাধ্যমে রাষ্ট্র ও সমাজকে বদলে দেয়ার নাম বিশ্ববিদ্যালয়। ভালো মানুষ তৈরির নিরন্তর প্রচেষ্টা করার এক কারখানার নাম হলো বিশ্ববিদ্যালয়। জাত আর পেশা ভুলে যোগ্য মানুষ তৈরি করবার প্রতিষ্ঠান হলো বিশ্ববিদ্যালয়। নিজ দেশের মান ও গৌরব বৃদ্ধির অবিরাম সাধনার নাম বিশ্ববিদ্যালয়। দিনের পর দিন নতুন কিছু আবিষ্কারের প্রচেষ্টায় থাকার নাম হলো বিশ্ববিদ্যালয়। জগৎ বিখ্যাত নতুন ফর্মুলা তৈরির নাম হলো বিশ্ববিদ্যালয়। মহাকাশের নতুন যান ডিজাইনের সূত্র আবিষ্কার করার নাম হলো বিশ্ববিদ্যালয়। সৃজনশীল গবেষক তৈরি করার নাম হলো বিশ্ববিদ্যালয়। বুদ্ধিবৃত্তিক চর্চার এক মহান পাঠশালার নাম হলো বিশ্ববিদ্যালয়। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠদান নয়। আর শিক্ষার্থীদের দায়িত্ব শুধু পাঠগ্রহণ নয়। শিক্ষা ও গবেষণার মাধ্যমে জাতীয় আত্মিক উন্নয়ন সাধন করাই হলো শিক্ষক-শিক্ষার্থীর মৌলিক দায়িত্ব। বিশ্ববিদ্যালয় শুধু একটি দেশের জন্য নয়, বিশ্বসমাজের জন্য একটি আলোকবর্তিকা।

দুর্ভাগ্যের ব্যাপার হলো, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সে পথে হাঁটতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। বিপরীতমুখী স্রোতের অনুকূলে বিশ্ববিদ্যালয়গুলো একটি রাজনৈতিক প্রতিষ্ঠানে রূপ পেয়েছে। এখানে বুদ্ধিবৃত্তিক চর্চা একেবারে হয় না বললেই চলে। বিশ্ববিদ্যালয়গুলো রাজনৈতিক কারখানায় রূপান্তরিত হয়েছে। বিগত তিন দশক ধরে বিশ্ববিদ্যালয়গুলোর সকল কর্মকাণ্ড ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতৃত্বেই পরিচালিত হয়ে আসছে। বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য রাজনৈতিক পরিচয়েই তার পদ অলংকৃত করে থাকেন। ফলে যে কোনো বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের সময় কিছু শিক্ষকের দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। এ পদে নিয়োগ পেতে একজন উপাচার্যকে সর্বপ্রথম দলীয় আনুগত্যের প্রমাণ দিতে হয়। ফলে নিয়োগ পাওয়ার পর তিনি আর নিরপেক্ষ নীতি অবলম্বন করতে পারেন না। বাকি সময়টা তাকে সরকারের পদলেহন করেই চলা লাগে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপকগণ বিভিন্ন দলীয় বৃত্তে বন্দি হয়ে আছেন। এ বন্দিত্বের মূল উদ্দেশ্য হলো অর্থ, স্বার্থ আর ক্ষমতা। ব্যক্তিগত সুযোগ-সুবিধার লোভে সংকীর্ণ দলীয় বন্দিত্ব থেকে তারা বের হয়ে আসেন না। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি কলুষিত হয়ে পড়েছে।

এটা আর বলার অপেক্ষা রাখে না যে, দেশের রাজনীতির মতো বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিও এখন দলীয় মদদপুষ্ট। ছাত্র রাজনীতি থেকে নৈতিকতা অনেক আগেই বিদায় নিয়েছে। গত তিন দশক ধরে বাংলাদেশের জনগণ ক্রমান্বয়ে এর অবনতিই দেখতে পাচ্ছে। ছাত্র রাজনীতি এখন আর ছাত্রদের কল্যাণে পরিচালিত হয় না। এ রাজনীতি এখন রাজনৈতিক দুর্বৃত্তায়নের অংশে পরিণত হয়েছে। রাষ্ট্র ও রাজনৈতিক ব্যবস্থা অনৈতিক অর্থ উপার্জনের এক ছকে পরিণত হয়েছে। রাজনৈতিক এ ছক মেধাবী ছাত্রদের মেধা ধ্বংস করে দিয়েছে। কারণ, দল না করলে যোগ্যতম স্থানে মেধাবীদের ঠাঁই হয় না। ভালো চাকরি পেতে হলে টাকা, দলীয় পরিচয় এবং মন্ত্রী-আমলাদের ফোনই ভরসা। এখানে মেধাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। দলীয় বৃত্তে বন্দি থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র রাজনীতি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। ন্যায়ভিত্তিক আন্দোলনের জায়গায় স্থান পেয়েছে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থ। এ স্বার্থের নির্মম বলির শিকার হয়েছে দেশের নিরীহ মেধাবী শিক্ষার্থীরা।

এ তালিকায় সর্বশেষ নাম লিখিয়েছেন বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার। গত তিন দশকে বিশ্ববিদ্যালয়গুলোতে নিহত হয়েছে দেড় শতাধিক শিক্ষার্থী। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিহত হয়েছে ৭৫ জন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিহত হয়েছে ২৫ জন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৫, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে ৬, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৬ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নিহত হয়েছে ৪ জন। এসব তথ্যের বাইরে হতাহতের অনেক খবর আমাদের অজানা রয়ে গেছে। প্রতিপক্ষের সাথে সংঘর্ষের পাশাপাশি দলের অভ্যন্তরেও সংঘর্ষের ঘটনা কম নয়। প্রতিপক্ষ ও দলের অভ্যন্তরে এ পর্যন্ত সংঘর্ষ ঘটেছে প্রায় পাঁচ শতাধিক। দলীয় অভ্যন্তরীণ সংঘর্ষে নিহত শিক্ষার্থীর সংখ্যা ৭১ জন। অথচ, বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাস ছিল অত্যন্ত গৌরবের। ১৯৬২, ১৯৬৯, ১৯৭১ ও ১৯৯০ সালের আন্দোলন ছাত্র রাজনীতির উজ্জ্বল ইতিহাসের সাক্ষ্য প্রমাণ করে। এ উজ্জ্বল ইতিহাস জাতির জন্য একদিকে গর্বের, অন্যদিকে আনন্দের। আমরা এসব আন্দোলনকে অত্যন্ত গর্বের সাথে উল্লেখ করে থাকি। তার মানে হলো, বিশ্ববিদ্যালয়গুলোর রাজনৈতিক ইতিহাস সাফল্যে ভরা।

তবে চিন্তার বিষয় হলো, গবেষণা ও বুদ্ধিবৃত্তিক চর্চায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো এখনও পর্যন্ত তেমন কোনো সাফল্য পায়নি। এ ক্ষেত্রে বর্তমান র‌্যাংকিং-এর ক্রমানুসারে পৃথিবীর সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের সাফল্যের কথা উল্লেখ করা যেতে পারে। এমআইটি (ইউএসএ), অক্সফোর্ড (ইউকে), স্ট্যনফোর্ড (ইউএসএ), কেমব্রিজ (ইউকে), হার্ভার্ড (ইউএসএ), ক্যাল-টেক (ইউএসএ), ইম্পিরিয়াল কলেজ (ইউকে), সুইস ফেডারেল ইন্সটিটিউট অব টেকনোলজি (সুইজারল্যান্ড), ইউনিভার্সিটি কলেজ (ইউকে) ও ইউনিভার্সিটি অফ শিকাগো ( ইউএসএ)। এ বিশ্ববিদ্যালয়গুলো সময়োপযোগী উন্নত জ্ঞান চর্চার শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। এ বিশ্ববিদ্যালয়গুলো কোনো সরকারের রাজনৈতিক নিয়ন্ত্রনে পরিচালিত হয় না। সেখানে শিক্ষক ও ছাত্র রাজনীতির কোনো নাম-গন্ধও নেই। ওই বিশ্ববিদ্যালয়গুলোতে দিনরাত শিক্ষক-শিক্ষার্থী মিলে পৃথিবীকে নতুন জ্ঞান উপহার দিতে ব্যস্ত। সেখানে ভিসি ও অন্যান্য পদগুলো নির্ধারিত হয় জ্ঞান- বিজ্ঞানের যোগ্যতার ভিত্তিতে। দুর্ভাগ্যই বলতে হয় যে, ভিসি হতে বাংলাদেশের একজন অধ্যাপক মন্ত্রী-আমলা ও এমপিদের পিওনের ব্যাগ টেনে বেড়ান! এসব কারণে এদেশের বিশ্ববিদ্যালয়গুলো রাজনৈতিকভাবে সাফল্য পেলেও বুদ্ধিবৃত্তিক চর্চায় এগিয়ে আসতে পারেনি।

অবশ্য রাজনীতি শব্দটি অতি গুরুত্ববাহী একটি শব্দ। সমাজ ও রাষ্ট্র পরিচালনার নিয়ম-নীতিকে রাজনীতি বলা হয়। কিন্তু সে নিয়ম-নীতি আজ নোংরা নীতিতে পরিণত হয়েছে। এ রাজনীতি বিশ^বিদ্যালয়ের মত একােিডমিক পরিবেশকেও আজ নষ্ট করে দিয়েছে। এজন্য স্বাধীনতার ৫০ বছরেও আমাদের বিশ^বিদ্যালয়গুলো থেকে উল্লেখযোগ্য কোনো খ্যাতিমান বিজ্ঞানী, গবেষক ও আবিষ্কারক জন্ম নেয়নি। তার বদলে প্রতি বছর এখানে জন্ম নেন কিছু বিসিএস ক্যাডার। এ ক্যাডারগণই পরবর্তীতে ক্ষমতাধর আমলায় পরিণত হন। আর তাদেরই ডিরেকশনে পরিচালিত হয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিষয়াদি। এতসব কারণেই বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ও র‌্যাঙ্কিং এ জায়গা করে নিতে পারেনি। প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটও এ তালিকায় স্থান করে নিতে পারেনি! এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকাতেও জায়গা হয়নি বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ও!

উল্লেখিত ১০টি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ছাত্র-পুলিশ দাঙ্গার কোনো ঘটনা কোনোদিন ঘটেনি। কালেভদ্রে শিক্ষাঙ্গনে সন্ত্রাসী হামলা হলেও পুলিশ দিয়ে ছাত্র পেটানোর নজির নেই। বিশ্ববিদ্যালয় বন্ধ করার মতো কোনো ঘটনাও সেখানে ঘটে না। ঐ সমস্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের রাজনীতিতে ঠেলে দেয়া হয় না। শিক্ষকরা বসে বসে নেতার পদলেহন করেন না। সেসব দেশের সরকারগুলো বিশ্ববিদ্যালয়ের তরুণদের নিয়ে রাজনৈতিক খেলা খেলেন না।

ঐসব ইউনিভার্সিটিতে উন্নত জ্ঞান-গবেষণা ও বুদ্ধিবৃত্তিক চর্চা হয়। তরুণ-তরুণীরা বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে। শিক্ষার্থীরা জগৎখ্যাত আইডিয়া তৈরিতে ব্যস্ত সময় পার করে। মহাকাশের নতুন নতুন যান ডিজাইন করে। আর আমরা? আমাদের তরুণদের আমরা ঠেলে দিই রাজনীতিতে! তাদেরকে বাধ্য করি জীবনের সবচেয়ে প্রোডাক্টিভ সময়কে তুচ্ছ কাজে ব্যয় করতে। বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে উন্নীত করতে বিশ্ববিদ্যালয় থেকে এসব রাজনীতি বন্ধ হওয়া দরকার। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসা এখন সময়ের অনিবার্য দাবি। কারণ ছাত্রদেরকে লাঠিয়াল বাহিনী বানিয়ে দেশকে উন্নত রাষ্ট্রের কাতারে শামিল করা যাবেনা। শুধু কিছু রাস্তা আর সেতুর উন্নয়ন ঘটিয়ে উন্নত রাষ্ট্র গড়াও সম্ভব হবে না।
লেখক : অধ্যাপক, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
[email protected]



 

Show all comments
  • MD Mahmudul Hasan ২৯ জানুয়ারি, ২০২২, ৮:২৯ এএম says : 0
    তথ্যবহুল আলোচনা ও সত্যকে উন্মোচন করে দেওয়ার আরেক নাম ডক্টর কামরুজ্জামান স্যার!! অবিরাম ভালোবাসা প্রিয় স্যার!! লেখনীর মাধ্যমে এগিয়ে যান অনেকদূরে!! আপনাকে নিয়ে জাতি অনেক আশাবাদী!!
    Total Reply(0) Reply
  • MD Mahmudul Hasan ২৯ জানুয়ারি, ২০২২, ৮:৩৮ এএম says : 0
    তথ্যবহুল আলোচনা ও সত্যকে উন্মোচন করে দেওয়ার আরেক নাম ডক্টর কামরুজ্জামান স্যার!! অবিরাম ভালোবাসা প্রিয় স্যার!! লেখনীর মাধ্যমে এগিয়ে যান অনেকদূরে!! আপনাকে নিয়ে জাতি অনেক আশাবাদী!!
    Total Reply(0) Reply
  • Billah ৩১ জানুয়ারি, ২০২২, ৭:৫৫ এএম says : 0
    এমন সত্য আর সাহসি লেখা এখন খুব কমি দেখা যায়
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন