পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
ঘরে বসে ভারী যন্ত্রপাতি ছাড়া হাতের সাহায্যে যেসব দ্রব্যসামগ্রী তৈরি বা উৎপাদন করা হয় তাকে কুটির শিল্প বলে। কোনো দেশের অর্থনীতিতে কুটির শিল্পের প্রয়োজনীয়তা অপরিমেয়। কুটির শিল্পের মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন ব্যবহার্য অনেক জিনিস তৈরি করতে পারি। এটি বাংলাদেশে তৃণমূল পর্যায়ে আত্মকর্মসংস্থানের দুয়ার খুলে দেয়। কুটির শিল্প স্থাপনের জন্য বড় ধরনের পুঁজি কিংবা দামি যন্ত্রপাতির প্রয়োজন হয় না। তা সত্ত্বেও আমাদের কারোরই কুটির শিল্পের প্রতি কোনো দৃষ্টি নেই। কুটির শিল্পের প্রতি কেন জানি এখন সবার অনীহা। অথচ, কুটির শিল্পকে গ্রামীণ অর্থনীতির প্রাণ বলা হয়। কুটির শিল্পের যথাযথ ব্যবহারের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির ব্যাপক উন্নয়ন করা সম্ভব। তাই দেশের সামগ্রিক উন্নতির কথা বিবেচনা করে কুটির শিল্পকে সমৃদ্ধ করার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. রেদওয়ান রিতু
শিক্ষার্থী, পরিসংখ্যান বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।