Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেলারুশে অসংখ্য সু-৩৫ জঙ্গি বিমান মোতায়েন রাশিয়ার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২২, ৩:০০ পিএম

বেলারুশে অসংখ্য সু-৩৫ জঙ্গি বিমান পাঠিয়েছে রাশিয়া। বুধবার একটি যৌথ সামরিক মহড়ায় অংশ নেয়ার জন্য এসব বিমান পাঠানো হয় বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বেলারুশ ও রাশিয়ার যৌথ সংগঠন ‘দ্যা ইউনিয়ন স্টেট’-এর একটি সামরিক মহড়ায় অংশ নেয়ার জন্য ওই সু-৩৫ জঙ্গি বিমানগুলোকে পাঠানো হয়েছে। তবে এ বিষয়টি জানানো হয়নি যে কতকগুলো জঙ্গি বিমান সেখানে পাঠানো হয়েছে। এ যৌথ সামরিক মহড়া চালানো হচ্ছে মূলত দু’দেশের যুদ্ধ-প্রস্তুতির বিষয়টি নিরূপণ করতে।
এর আগে গত সপ্তাহে রাশিয়া তাদের এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে বেলারুশে। যাতে করে এ আকাশ প্রতিরক্ষা ব্যব্স্থা ওই যৌথ সামরিক মহড়ায় ব্যবহার করা যায়।
বেলারুশ ও রাশিয়ার যুদ্ধ-প্রস্তুতির বিষয়টি নিরূপণ করা হবে দু’স্তরে। প্রথম স্তর ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এ স্তরে বেলারুশ ও রাশিয়ার সেনাদের একটি যৌথ সেনাদল গঠন করা হবে। তাদের দায়িত্ব হবে গুরুত্বপূর্ণ সরকারি ও সামরিক অবকাঠামো রক্ষা করা। একইসাথে আকাশসীমা রক্ষা করার দায়িত্বও দেয়া হবে।
দ্বিতীয় স্তরে একটি যৌথ সামরিক মহড়া চালানো হবে, যার নাম হলো ‘অ্যালাইড ডিটারমিনেশেন-২০২২।’ এ যৌথ সামরিক মহড়া ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এ মহড়ার মাধ্যমে চেষ্টা করা হবে কিভাবে বাইরের আক্রমণ প্রতিরোধ করা হবে তা রপ্ত করা। এ সামরিক মহড়ার মাধ্যমে দু’দেশের স্বার্থ রক্ষা ও সন্ত্রাস প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে। সূত্র : ইয়েনি শাফাক



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ