মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নভেল করোনাভাইরাসের ওমিক্রন ধরন মোকাবিলায় বিশেষভাবে তৈরি করা টিকার বুস্টার ডোজের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে ওষুধ উৎপাদনকারী মার্কিন প্রতিষ্ঠান মডার্না। ওমিক্রন রোধে কোভিড টিকার আলাদা একটি বুস্টার ডোজ নিয়ে কাজ করার কথা আগেই জানিয়েছিল মডার্না। এবার স্থানীয় সময় বুধবার ডোজটির পরীক্ষামূলক প্রয়োগ শুরুর ঘোষণা দিল প্রতিষ্ঠানটি। বার্তা সংস্থা এএফপির বরাতে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
এএফপির খবরে বলা হয়, মডার্নার বলছে—৬০০ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর কোভিড টিকার বিশেষ বুস্টার ডোজের পরীক্ষা করা হবে। তাঁদের মধ্যে ৩০০ জন অন্তত ছয় মাস আগে মডার্নার কোভিড টিকার দুই ডোজ নিয়েছেন। এবং বাকি ৩০০ জন দুই ডোজের পাশাপাশি মডার্নার বর্তমান বুস্টার ডোজও নিয়েছেন। এতে করে ওমিক্রনের জন্য তৈরি বুস্টার ডোজটি তৃতীয় ও চতুর্থ ডোজ হিসেবে কতটা কার্যকর, তা যাচাই করা হবে।
এএফপির খবরে বলা হয়, মডার্নার বলছে—৬০০ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর কোভিড টিকার বিশেষ বুস্টার ডোজের পরীক্ষা করা হবে। তাঁদের মধ্যে ৩০০ জন অন্তত ছয় মাস আগে মডার্নার কোভিড টিকার দুই ডোজ নিয়েছেন। এবং বাকি ৩০০ জন দুই ডোজের পাশাপাশি মডার্নার বর্তমান বুস্টার ডোজও নিয়েছেন। এতে করে ওমিক্রনের জন্য তৈরি বুস্টার ডোজটি তৃতীয় ও চতুর্থ ডোজ হিসেবে কতটা কার্যকর, তা যাচাই করা হবে।
এ ছাড়া মডার্না তাদের বর্তমান অনুমোদিত বুস্টার ডোজে ওমিক্রনের বিরুদ্ধে কার্যকারিতার ফলাফলও জানিয়েছে। এতে বলা হয়েছে—বুস্টার ডোজ দেওয়ার ছয় মাস পরে দেখা গেছে, ওমিক্রন মোকাবিলা করা অ্যান্টিবডির সক্ষমতার মাত্রা টিকাদানের ২৯ দিন পর সর্বোচ্চ কার্যকর অবস্থা থেকে ছয়গুণ কমে গেছে। তবে, বুস্টারের কার্যকারিতা কমলেও, তা একেবারে শেষ হয়ে যায়নি।
এর আগে, গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রভিত্তিক আরেক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার এবং এর জার্মান অংশীদার বায়োএনটেক ঘোষণা দেয়—তারা কোভিড-১৯-এর ওমিক্রন ভ্যারিয়্যান্টের বিরুদ্ধে সুরক্ষা দেওয়ার জন্য তৈরি করা একটি টিকার ক্লিনিক্যাল পরীক্ষা শুরু করেছে। এক যৌথ বিবৃতিতে কোম্পানি দুটি জানায়—১৮ থেকে ৫৫ বছর বয়সি এক হাজার ৪০০ জনের বেশি সুস্থ প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবকদের মধ্যে নতুন টিকাটির প্রাথমিক ও বুস্টার ডোজ পরীক্ষা করা হবে।
এ ছাড়া ওমিক্রন রোধে টিকার নতুন সংস্করণ নিয়ে কাজ করছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।