Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বব ডিলানের রেকর্ডেড মিউজিক ক্যাটালগ কিনে নিলো সোনি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

সোনি মিউজিক এন্টারটেইনমেন্ট বব ডিলানের সমগ্র রেকর্ড করা গানের সম্ভার কিনে নিয়েছে। এর মধ্যে গায়ক-কবির ১৯৬০-এর দশকের সব ক্লাসিক অ্যালবাম যেগুলোতে কালজয়ী ‘ব্লোয়িন’ ইন দ্য উইন্ড’, ‘নকিন’ অন হেভেন’স ডোর, এবং সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘রাফ অ্যান্ড রাউডি ওয়েজ’ গানগুলো অন্তর্ভুক্ত রয়েছে। সোনি মিউজিকের সঙ্গে এই নোবেলজয়ী কিংবদন্তীর ছয় দশকের সম্পর্কের এটিই শেষ পদক্ষেপ। এর মধ্যে ১৯৬২ সাল থেকে ডিলানের সব কাজ রয়েছে। ঠিক কত অর্থের বিনিময়ে এই চুক্তি হয়েছে তা জানা যায়নি, তবে সূত্র জানিয়েছে, এর অর্থমূল্য ১৫০ মিলিয়ন থেকে ২০০ মিলিয়ন ডলার হতে পারে। সোনি বা ডিলানের পক্ষের কেউ এই চুক্তির শর্ত প্রকাশ করেনি। এর আগে ৮০ বছর বয়সী এই তারকা ৩০০ মিলিয়ন ডলারের বিনিময়ে তার লেখা গানের সম্ভার বিক্রি করেছিলেন ইউনিভার্সাল মিউজিক পাবলিশিং গ্রুপের কাছে। এর ফলে তিনি নিল ইয়াং, স্টিভি নিক্স এবং পল সায়মনের মত বয়োজ্যেষ্ঠ শিল্পীদের তালিকায় অন্তর্ভুক্ত হন যারা তাদের কাজ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করেছেন। এরা ভবিষ্যতে এসব কাজ থেকে স্ট্রিমিং মাধ্যম থেকে মুনাফা করার উদ্দেশে এই পদক্ষেপ নেয়। ডিলানের ভবিষ্যতের ‘বুটলেগ’ সিরিজ নিয়ে এক সঙ্গে কাজ করবে বলে জানা গেছে; এই সিরিজ শুরু হয় ১৯৯১ সালে। গত বছর মুক্তি পায় এর অনুসৃতি ‘স্প্রিংটাইম ইন নিউ ইয়র্ক : দ্য বুটলেগ সিরিজ ভলিউম ১৬ (১৯৮০-১৯৮৫)’। গত ডিসেম্বরে সোনি আধা বিলিয়ন ডলারে ব্রুস স্প্রিংস্টিনের সব গানের স্বত্ব কিনে নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ