প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জীবন্ত সঙ্গীত কিংবদন্তী বব ডিলানকে নিয়ে জেমস ম্যানগোল্ডের অনির্ধারিত নামের একটি চলচ্চিত্রে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করবেন টিমোথি শালামে (ছবিতে বামে)। হলিউড রিপোর্টার জানিয়েছে, ইলাইজা ওয়াল্ডের ‘ডিলান গোজ ইলেকট্রিক’ বইটি অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হবে। ফক্স সার্চলাইট নোবেলজয়ী এই গায়কের ফোক থেকে রক সঙ্গীতে উত্তরণ হবে চলচ্চিত্রটির বিষয়বস্তু। ডিলান নিজে ম্যানগোল্ডের সঙ্গে চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করবেন। জে কক্স চিত্রনাট্য লিখেছেন। ফক্স ফিল্মটির সঙ্গীতের স্বত্ব নিজেদের জন্য রেখেছে। ম্যানগোল্ড এর আগে গত বছরের বায়োপিক ‘ফোর্ড ভার্সেস ফেরারি’ পরিচালনা করেছেন। শালামেকে স¤প্রতি গ্রেটা গেরউইগের ‘লিটল উইমেন’ ফিল্মে দেখা গেছে। আগামীতে তাকে ডেনিস ভিলেনভের ‘ডিউন’ রিমেকে এবং ওয়েস অ্যান্ডারসন পরিচালিত ‘দ্য ফ্রেঞ্চ ডিসপ্যাচ’-এ দেখা যাবে। ক্রিস্টিয়ান বেল, কেইট বøানচেট, মার্কাস কার্ল ফ্র্যাঙ্কলিন, হিথ লেজার (শেষ চলচ্চিত্র) এবং রিচার্ড গিয়ারের অভিনয়ে টড হেইন্স পরিচালিত ‘আই’ম নট দেয়ার’ চলচ্চিত্রে ডিলানের ব্যক্তিত্বের ছয় দিক তুলে ধরেছেন ছয় অভিনেতা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।