প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ার কারণে গায়িকা গীতিকার ম্যারিয়েন ফেইথফুলকে নিয়ে লেখা কবিতা গায়ক-কবি-গীতিকার বব ডিলান ছেড়ে ফেলে দিয়েছিলেন বলে জানিয়েছেন ম্যারিয়েন। তাতে মনঃক্ষুন্ন হয়েছিলেন বলে জানা ফেইথফুল; তিনি আরও জানান তাদের প্রেম ধোপে না টিকলেও পরস্পরের বন্ধু হয়ে থাকেন তারা। “১৯৬৫তে স্যাভয়ে ববের সঙ্গে আমার প্রথম দেখা। আমি আর জোন বায়েজ সেখানকার এক হোটেলে ‘অ্যাজ টিয়ার গো বাই’ গাইছিলাম; সেসময় বব টাইপরাইটারে লিখছিল। পরে আমি তাকে ফিরিয়ে দেলে সে বলেছিল সেটি ছিল আমাকে নিয়ে একটি কবিতা, তবে সেটি সে ছিঁড়ে ফেলে দিয়েছিল। আমি মনঃক্ষুণ্ণ হয়েছিলাম, অবশ্য আমরা তা ভুলে যাই আর ৫৬ বছর আমাদের বন্ধুত্ব অটুট আছে। আমি তাকে আসলেও পছন্দ করি,” ম্যারিয়েন এক সাক্ষাতকারে সম্প্রতি বলেছেন। তিনি জানান, ডিলানের ‘ইট’স অল ওভার নাউ, বেবি ব্লু’ তার প্রিয় গান। আমার মনে হয় ‘ইট’স অল ওভার নাউ, বেবি ব্লু’ গানটি সেই সময় নিয়ে লেখা, আমরা মেনে নিয়েছিলাম, ‘ঠিক আছে, আমরা চেষ্টা তো করেছি যা সফল হয়নি’, সেটি ছিল অসাধারণ অভিজ্ঞতা, তবে সেসময়ই পাট চুকে যায়। আমি জানিনা এটি কেন এতো ভাল লাগে। এমন অনেক পরিস্থিতিতে পড়েছি যখন গানটি শুনতে শুনতে বন্ধ করে দিয়েছি। পরে শুনে আরও ভাল লেগেছে, তিনি আরও বলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।